ঢামেকে এক কয়েদির মৃত্যু

ঢামেক প্রতিবেদক
১৬ জুলাই ২০২৫, ১২:৩৩
শেয়ার :
ঢামেকে এক কয়েদির মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মো. সোহেল (৩৫) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। 

ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ থেকে অসুস্থ অবস্থায় কারা কর্তৃপক্ষের নির্দেশক্রমে কারারক্ষী সাদেকুল হোসেনসহ কয়েকজন কারারক্ষী তাকে মঙ্গলবার দিবাগত রাতে ঢামেক হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরিক্ষা নিরিক্ষার পর তাকে রাত ১টা ৫৫ মিনিটে মৃত ঘোষণা করেন। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ‘মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।’

এদিকে কারা সূত্রে জানা যায়, সোহেল খিলগাঁও থানার একটি মাদক মামলায় বন্দী ছিলেন। তার বাবার নাম মৃত আব্দুল মালেক। তিনি ঢাকার খিলগাঁওয়ে ঠেকপাড়া মাতব্বর বাড়ী গলিতে ত্রিমোহনীর বাসিন্দা ছিলেন।