বিয়ের ১১ বছর পরও কেন নিঃসন্তান জন আব্রাহাম?

বিনোদন ডেস্ক
১৬ জুলাই ২০২৫, ১২:১৬
শেয়ার :
বিয়ের ১১ বছর পরও কেন নিঃসন্তান জন আব্রাহাম?

বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা জন আব্রাহাম। বিপাশা বসুর সঙ্গে দীর্ঘ আট বছরের সম্পর্কের অবসানের পর ২০১১ সালে ফাইন্যানশ্যল কনসালট্যান্ট প্রিয়া রাঞ্চলের সঙ্গে সম্পর্কে জড়ান। এরপর ২০১৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে ছোট ও ব্যক্তিগত পরিসরে বিয়ে করেন। কিন্তু এই দম্পতির ঘরে নেই কোন সন্তান।  

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার খবরে জানা যায়, বলিউড তারকা বেশ পরিকল্পিতভাবেই ঠিক করেছিলেন প্রিয়াকে ইন্ডাস্ট্রির অন্দরমহল থেকে দূরে রাখবেন। এমনকি তার স্ত্রীও চেয়েছিলেন, জন আব্রাহামের ক্যারিয়ার নিয়ে কখনো কথা বলবেন না। এসবের মধ্যেই দু’জনের দাম্পত্য জীবনের ১১ বছর কেটে গেছে। কিন্তু অনেকের মনেই প্রশ্ন―বিয়ের এতদিনেও দুই থেকে কেন তিন হলেন না তারা?

সম্প্রতি অভিনেতা জন এক সাক্ষাৎকারে বলেন, আমার মনে হয় খুব বেশি পরিকল্পনা করে মা-বাবা হওয়া যায় না। অভিভাবক হওয়ার জন্য একটা মানসিক প্রস্তুতির প্রয়োজন হয়। সেই সময়টা যতদিন না পর্যন্ত আসে, যখন একটা দায়িত্ববোধ জন্মায়, ততদিন পর্যন্ত সন্তান না হওয়াই ভালো। তবে আমার ও প্রিয়ার মধ্যকার ব্যাপার একদমই অন্যরকম।

বলি তারকা আরও বলেন, প্রিয়া আমার থেকে অনেক পরিণত একজন মানুষ। এমনকি সে সন্তানের কথা বলেও ছিল। আমিই বরং পিছিয়ে এসেছি। কেননা, আমি তৈরি নই। এ ক্ষেত্রে আমার মধ্যে খুঁত রয়েছে।