আবু সাঈদের কবরে নানা শ্রেণি পেশার মানুষের শ্রদ্ধা নিবেদন

রংপুর প্রতিনিধি
১৬ জুলাই ২০২৫, ১০:৪৯
শেয়ার :
আবু সাঈদের কবরে নানা শ্রেণি পেশার মানুষের শ্রদ্ধা নিবেদন

১৬ জুলাই শহীদ দিবস উপলক্ষে নানা কর্মসূচির মধ্য দিয়ে রংপুরে পালিত হচ্ছে জুলাই শহীদ দিবস। গত বছর গণ-আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদের স্মরণে এই দিনটিকে শহীদ দিবস ঘোষণা করা হয়।

দিবসের শুরুতেই আজ বুধবার সকাল সাড়ে ৭টায় রংপুরের পীরগঞ্জের জাফর পাড়ায় শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। 

শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন রংপুরের জেলা প্রশাসক রবিউল ফয়সাল, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শওকাত আলী, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শওকাত আলী জানান, আবু সাঈদের আত্মদানের বিষয়টি বিশ্ববিদ্যালয় কোনোদিন ভুলে যাবে না। তার স্মৃতি নিয়ে কাজ করছে তারা। একই সঙ্গে আবু সাঈদ হত্যার বিচার দ্রুত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বদা সক্রিয় ভূমিকা রাখার কথাও জানান তিনি। এ সময় কান্নায় ভেঙে পড়েন আবু সাঈদের বাবা-মা। তারা দাবি করেন, ছেলে হত্যার বিচার এবং আবু সাঈদের সম্মানার্থে দিবসের স্বীকৃতির।

এছাড়া আজ সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কালো ব্যাজ ধারণ করে একটি শোক র‌্যালি অনুষ্ঠিত হয়।

উদ্বোধন করা হবে আবু সাঈদ তোরণ ও মিউজিয়ামের ভিত্তিপ্রস্তর এবং তার নিহত স্থানে ‘আবু সাঈদ চত্ত্বর’ ঘোষণার মাধ্যমে একটি স্মৃতিস্তম্ভ স্থাপনের কাজ শুরু হবে।


এদিকে আজ সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে আলোচনা সভা। সেখানে উপস্থিত থাকছেন সরকারের কয়েকজন উপদেষ্টা। তাদের মধ্যে রয়েছেন- আইন ও বিচার সংসদের উপদেষ্টা প্রফেসর ড. আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. চৌধুরী রফিকুল আবরার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক।

এদিন দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে বিকেল ৩টায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং বিকেল সাড়ে ৫টায় দোয়া ও মিলাদ মাহফিল।

শহীদ আবু সাঈদের স্মরণে দিনব্যাপী নানা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও বিশেষ কর্মসূচি পালন করছে।