তাড়াশে রাস্তার নির্মাণ কাজ শেষ হয়নি ৩ বছরেও

তাড়াশ প্রতিনিধি
১৬ জুলাই ২০২৫, ০৯:৪৯
শেয়ার :
তাড়াশে রাস্তার নির্মাণ কাজ শেষ হয়নি ৩ বছরেও

সিরাজগঞ্জের তাড়াশে নওগাঁ ইউনিয়নের নওগাঁ মাজার থেকে রংমহল পর্যন্ত এক কিলোমিটার রাস্তা ৯ মাসের নির্মাণ চুক্তিতে শুরু হলেও শেষ হয়নি ৩ বছরে। সড়কে বিছানো খোয়া উঠে গিয়ে খানাখন্দের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতে কাদা পানিতে একাকার সড়কটিতে জন ভোগান্তি চরমে উঠেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২১-২২ অর্থবছরে অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প ৩-এর আওতায় ওই সড়কটি পাকা করার উদ্যোগ নেয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। ২০২১ সালের ২২ অক্টোবর তৎকালীন সংসদ সদস্য অধ্যাপক ডা. আব্দুল আজিজ সড়ক পাকাকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ৬৬ লাখ ১১ হাজার ৮৯৯ টাকায় কার্যাদেশ পায় মেসার্স সাব্বির এন্টারপ্রাইজ। চুক্তি অনুযায়ী ২০২২ সালের ৩০ জুলাইয়ের মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও এখন পর্যন্ত খোয়া ও বালু বিছানোতেই আটকে আছে। 

নওগাঁ জিন্দানী ডিগ্রি কলেজর সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম বলেন, ‘সড়কটি দিয়ে নওগাঁয় হজরত শাহ শরিফ জিন্দানী (র.)-এর মাজার, নওগাঁ জিন্দানী ডিগ্রি কলেজ, নওগাঁ ফাজিল মাদ্রাসা, নওগাঁ হাটবাজার, নওগাঁ সোনালী ব্যাংক, নওগাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ নানা গুরুত্বপূর্ণ কাজে যাতায়াত করা হাজার হাজার মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।’

উপজেলা প্রকৌশলী ফজলুল হক বলেন, ‘প্রকল্প পরিচালক সড়কটি পরিদর্শন করেছেন। ঠিকাদার রাস্তাটির কাজ সময় মত শেষ না করায় বেশ কয়েকবার তাগাদা দিয়ে চিঠি দেওয়া হয়েছে। সাড়া না পাওয়ায় ঠিকাদারের চুক্তিপত্র বাতিল করা হয়েছে। এখন চলছে পুনঃদরপত্র আহ্বানের প্রক্রিয়া।’

এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সাব্বির এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আলম হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো কথা বলতে রাজি হননি।