পূর্বধলায় বাঁশঝাড়ের পাশে ঝুলন্ত মরদেহ উদ্ধার
নেত্রকোনার পূর্বধলা উপজেলার খলিশাউড় ইউনিয়নের লাঙ্গলজোড়া গ্রামে এক বৃদ্ধের রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত ব্যক্তির নাম সাহেদ মিয়া (৭০)। তিনি একই গ্রামের মৃত মোমরজ আলীর পুত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার ভোর ৪টা ৩০ মিনিট থেকে ৫টা ৩০ মিনিটের মধ্যে যে কোনো সময় এ মৃত্যুর ঘটনা ঘটে থাকতে পারে। ভিকটিমের স্ত্রী পারুল আক্তার জানান, ফজরের নামাজ আদায়ের উদ্দেশ্যে সাহেদ মিয়া ঘর থেকে বের হন। কিন্তু দীর্ঘক্ষণ পরেও ফিরে না আসায় খোঁজাখুঁজি শুরু করেন তিনি।
পরবর্তীতে বাড়ির পাশের বাঁশঝাড়ে একটি জামগাছে ছাই ও হালকা আকাশি রঙের সুতার রশি দিয়ে স্বামীর ঝুলন্ত মরদেহ দেখতে পান। তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন এবং বিষয়টি তাৎক্ষণিকভাবে পূর্বধলা থানা পুলিশকে জানানো হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান পূর্বধলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিন্টু দে ও এসআই মো. শাহিনুর আলম। তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, সাহেদ মিয়া ২০১৯ সাল থেকে শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। তবে এটি নিছক আত্মহত্যা নাকি কোনো রহস্য লুকিয়ে রয়েছে—তা তদন্ত সাপেক্ষ বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।