পুরান ঢাকার ঘটনা বিএনপির বিরুদ্ধে সাজানো চক্রান্ত
বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বলেন, ‘পুরান ঢাকার ঘটনায় যে ভিডিও করেছে, সে কেন এটি নিবৃত্ত করতে গেল না। তাকে কেন আঘাত করা হলো না। এটি নিছক দুর্ঘটনা নয়, এটি বিএনপির বিরুদ্ধে সাজানো–গোছানো চক্রান্ত ছাড়া কিছু নয়।’
আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল পরবর্তী সামাবেশে এসব কথা বলেন তিনি।
বিএনপির এই নেতা বলেন, ‘আমাদের দিকে আঙুল তুলছে জামায়াতে ইসলামী। এ দেশ কি ভুলে গেছে, হানাদার বাহিনীকে আপনারা মুক্তিযোদ্ধাদের বাড়ি চিনিয়ে দিয়েছেন। বিএনপির দিকে আঙুল তোলার আগে নিজেদের চেহারা আয়নায় দেখুন।’
এনসিপি নেতাদের উদ্দেশে হাবিবুন নবী খান সোহেল বলেন, ‘দেশের স্বার্থে, ঐক্যের স্বার্থে অনেক কিছু সহ্য করছি। কিন্তু আমরাও মানুষ। ধৈর্যের বাঁধ ভাঙবেন না। যদি ধৈর্যের বাঁধ ভেঙে যায়, তাহলে জাহান্নাম পর্যন্ত ধাওয়া করব আপনাদের।’
ইসলামী আন্দোলনের নেতাদের উদ্দেশে হাবিবুন নবী খান সোহেল বলেন, ‘হুজুরের নামে কিছু বললে তার মুরিদেরা আবার মনে কষ্ট পায়। হুজুরকে শুধু এটুকু বলব, “কলা খাইবা, গাছ লাগাইয়া খাও। পরের গাছের পানে কেন টিপটিপাইয়া চাও”।’
এ সময় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী বলেন, ‘আপনারা ভয় পেয়েছেন, কারণ তারেক রহমান যদি একবার বাংলাদেশের মানুষের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় বসতে পারে, তাহলে আপনাদের বেল (গুরুত্ব) নেই। সে কারণে তারেক রহমানকে টার্গেট করছেন। শেখ হাসিনা এ কাজে ব্যর্থ হয়েছে। আপনারাও অতি শিগগির ব্যর্থতায় পর্যবসিত হবেন।’
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার