‘সরকারি ভবনে জামায়াতের কার্যালয়’ খবরটি সত্য নয়: জামায়াত
‘সরকারি ভবনে জামায়াতের কার্যালয়, বসেন নেতারা’ শিরোনামে প্রকাশিত খবরটি সত্য নয় বলে জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
এমন অসত্য খবর প্রকাশ করায় নিন্দা জানিয়ে আজ মঙ্গলবার বিবৃতি দিয়েছেন সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শাহজাহান আলী।
বিবৃতিতে জামায়াত নেতা বলেন, ‘সরকারি ভবনে জামায়াতের কার্যালয়, বসেন নেতারা’ শিরোনামে প্রকাশিত খবরে উল্লেখ করা হয়েছে যে, ‘সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি সরকারি ভবনে জামায়াতে ইসলামীর সাইনবোর্ড টানিয়ে নেতারা দলীয় কার্যক্রম পরিচালনা করছেন।’
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমির বলেন, ‘এ ব্যাপারে আমাদের বক্তব্য হলো, সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর কোনো জনশক্তি ব্যক্তিগত বা দলীয়ভাবে সরকারি কোনো স্থাবর বা অস্থাবর সম্পত্তি দখল করেনি। আমাদের অজ্ঞাতসারে উল্লাপাড়া পৌরসভার কিছু লোক পরিত্যক্ত একটি ভবন পরিস্কার করে মাত্র কয়েক দিন যাবৎ ব্যবহার করছিল। আমাদের দৃষ্টিগোচর হওয়ার সাথে সাথে সেটি বন্ধ করে দেওয়া হয়েছে।’
অধ্যাপক শাহজাহান আলী বলেন, তুলা উন্নয়ন বোর্ডের নামে ভবন দখলের নিউজ হলেও তুলা উন্নয়ন বোর্ড বলেছে, উল্লাপাড়ায় তাদের কোনো ভবন বা সম্পত্তি নেই। এমতাবস্থায় সরকারি তুলা উন্নয়ন বোর্ডের পরিত্যক্ত ভবন দখলের যে নিউজ করা হয়েছে, তা সত্য নয়। জনমনে বিভ্রান্তি এবং জামায়াতের ভাবমর্যাদা ক্ষুণ্ন করার অসৎ উদ্দেশ্যেই এ নিউজ করা হয়েছে। আমরা এর নিন্দা জানাই।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
তিনি আরও বলেন, ‘জামায়াতে ইসলামীর নামে অসত্য তথ্য প্রকাশ করা থেকে বিরত থাকার জন্য আমরা সংশ্লিষ্ট সকল মহলের প্রতি আহ্বান জানাচ্ছি।’