ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড ৪ গ্রাম, ঘরবাড়ি ও ফসলের ক্ষতি

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৫ জুলাই ২০২৫, ২০:০৭
শেয়ার :
ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড ৪ গ্রাম, ঘরবাড়ি ও ফসলের ক্ষতি

সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের অন্তত ৪টি গ্রামে টানা বৃষ্টি ও ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ঘরবাড়ি, গাছপালা, বিদ্যুৎ ব্যবস্থা এবং ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে এই ঘূর্ণিঝড় আঘাত হানে।

ঘূর্ণিঝড়ের তাণ্ডবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চর চিলগাছা গ্রামের অন্তত ২০-৩০টি পরিবারের ঘরবাড়ি সম্পূর্ণভাবে ধসে পড়ে। ভেঙে পড়ে শতাধিক গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি। মুরগির খামারসহ ক্ষয়ক্ষতি হয়েছে অনেক।

ঝড়ে ক্ষতিগ্রস্ত রুবেল বলেন, ‘বৃষ্টি নেমেছে আমার পরিবার নিয়ে ঘরের ভেতর বসে আছি। হঠাৎ ঘূর্ণিঝড় শুরু হলে লণ্ডভণ্ড হয়ে যায় আমার ঘরবাড়ি। কোনোভাবে প্রাণ রক্ষা করতে পেরেছি। প্রবল ঝড়ে সব উড়ে যাওয়ায় পরিবারের সদস্যদের নিয়ে খোলা আকাশের নিচে বাস করছেন অনেক পরিবার।’

একই গ্রামের আব্দুল আলিম জানান,সবকিছু হারিয়ে ছেলে-মেয়ে নিয়ে বিপাকে রয়েছেন তিনি। ঝড় পরিবারটির বসতঘর লণ্ডভণ্ড করে দিয়েছে। এই ক্ষতি কীভাবে সামাল দেবেন তা জানা নেই আলিমের।

এদিকে, ক্ষতিগ্রস্তদের তালিকা করা হচ্ছে তাদের রতনকান্দি ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে যাবতীয় সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন রতনকান্দি ইউনিয়ন পরিষদের প্রশাসক ডা. মো. মেরাজ হোসেন মিসবাহ।