‘বিচ্ছেদ’র কথায় মেহজাবীন বললেন অপেক্ষায় থাকতে
দীর্ঘদিন প্রেমের পর নির্মাতা ও প্রযোজক আদনান আল রাজীবকে বিয়ে করেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। জমকালো আয়োজনে চলতি বছর ফেব্রুয়ারিতে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন তারা। এরপর ভালোবাসার মানুষটিকে নিয়ে ছুটে বেড়াচ্ছেন দেশ-বিদেশে। যার প্রমাণ মেলে নির্মাতা-অভিনেত্রীর ফেসবুকে।
বিয়ের পর স্বামী রাজীবকে নিয়ে মেহজাবীন উড়াল দেন তার প্রিয় দেশ ফ্রান্সে। ঘুরে বেড়ান দর্শনীয় স্থানগুলোতে। সেখানেই এই অভিনেত্রী তার ভালোবাসার মানুষটিকে তালাবন্দিও করেন! ফ্রান্সের সাইন নদীর ওপর ‘পঁ দে আর্টস’ সেতুতে ‘আদনান-মেহজাবীন’র নাম লিখে তালা দিয়ে নদীতে চাবি ছুঁড়ে ফেলেন এই অভিনেত্রী। সেই ঘটনার ছবিও মেহজাবীন শেয়ার করেন ফেসবুকে।
এবার এই অভিনেত্রী ক্যামেরাবন্দী হন কানাডার মনট্রিয়েল শহরে। আর সেখানকার কিছু ছবি তিনি শেয়ার করেছেন ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে। ছবিগুলোতে বেশ হাসিখুশি, প্রাণবন্ত দেখা গেছে তাকে। কিন্তু এর মাঝেই একজন কটাক্ষ করে বসেন। মন্তব্যে লিখেন, ‘২ বছর পরে তোমার স্বামী তোমাকে ডিভোর্স দেবে, আমরা অপেক্ষায় আছি।’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
চুপ থাকেননি মেহজাবীন চৌধুরী, জবাব দিয়েছেন তিনিও। লিখেছেন, ‘অপেক্ষায় থাকেন। তবে আপনার ফিউচারের জন্য শুভ কামনা।’
অভিনেত্রীর পরিপক্ব ও ঠাণ্ডা মাথার জবাবটি প্রশংসা কুড়াচ্ছে ভক্তদের কাছে। অনেকেই অভিনেত্রীর পাশে দাঁড়িয়ে ওই কটাক্ষকারীর তীব্র সমালোচনাও করেছেন।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট