নির্বাচন হলে জামায়াত ৫টি আসনও পাবে না: নুরুল আলম

সুনামগঞ্জ প্রতিনিধি
১৫ জুলাই ২০২৫, ১৭:৫৪
শেয়ার :
নির্বাচন হলে জামায়াত ৫টি আসনও পাবে না: নুরুল আলম

চলমান রাজনৈতিক পরিস্থিতিতে নির্বাচন হলে জামায়াত ৫টি আসনও পাবে না বলে মন্তব্য করেছেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির শিল্প বিষয়ক সম্পাদক নুরুল আলম বিপ্লব।

সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে আজ মঙ্গলবার সুনামগঞ্জে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এ তিনি কথা বলেন।

 জামায়াত-শিবিরকে ইঙ্গিত করে তিনি বলেন,‘১৯৭১ সালে যে মানুষটির ঘোষণার মধ্য দিয়ে এই দেশের স্বাধীনতার সূর্য উদয় হয়েছিল, সেই শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবিকে পদদলিত করার যে দৃষ্টতা দেখানো হয়েছে। তাতে জিয়ার সৈনিকদের রক্তক্ষরণ হয়েছে। আওয়ামী লীগের ছায়াতলে লুকিয়ে থাকা যেই রাজাকার, আলবদররা জিয়াউর রহমানের ছবিকে পদদলিত করেছে, আমরা তাদের ধিক্কার জানাই। বাংলাদেশ থেকে এই রাজাকার, আলবদরদের উচ্ছেদ করতে শুধুমাত্র স্বেচ্ছাসেবক দলই যথেষ্ট।’

তিনি আরও বলেন,‘গণতন্ত্র সুসংহত করার জন্য নির্বাচন দরকার। নির্বাচন হলে তোমরা ৫টি আসনও পাবে না। এ কারণে তোমাদের যত মাথা ব্যাথা। তোমরা বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্ররোচনায় দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছ। কিন্তু বাংলাদেশের মানুষ ইতোমধ্যেই বিষয়টি বুঝতে পেরেছে। এখন নির্বাচনের আগ পর্যন্ত রাজপথে থেকে আমরা তোমাদের প্রতিহত করব।’

তিনি আরও বলেন,‘তারেক রহমানের নিদের্শনায় সর্বোচ্চ ধৈর্য্যের পরিচয় দিতে এতদিন আমরা সহ্য করেছি। আমরা রাজপথ দখল করলে তোমরা ১০ মিনিটও দাঁড়াতে পারবা না। সুতরাং তোমরা সাবধান হয়ে যাও। তারেক রহমানের সাম্য ও ন্যায়ের বাংলাদেশ গড়ে তোলাকে দুর্বলতা মনে করলে কারও পিঠের চামড়া থাকবে না। তারেক রহমান সম্পর্কে তোমরা বাজে মন্তব্য করও না। তাহলে তোমাদের পাকিস্তান পাঠিয়ে দেওয়া হবে।’

আজ দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পৌর শহরের পুরাতন বাস স্টেশনের জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলফাত স্কয়ারে গিয়ে পথসভায় মিলিত হয়।

জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোনাজ্জির হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় পথসভায় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রায়হান উদ্দিন, যুগ্ম আহ্বায়ক সুহেল মিয়া, শাহজাহান মিয়া, অ্যাড. আহাদ জুয়েল, লিয়াকত আলী, আলী শেরওয়ান রিপন, মঈনুল ইসলাম, আনোয়ার আলম, মোজাহিদুল ইসলাম শিপলু, সৈয়দ মোহাদ্দিস, বাহাউদ্দীন শাহী, মনসুর আহমদ, ওমর ফারুক, সামসুর রহমান, আহমেদ হুমামুন রশিদ, দপ্তর সম্পাদক ছাদিকুর রহমান চৌধুরী, সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল কাশেম দুলু, সদস্য সচিব অ্যাড. দীপংকর বণিক সুজিত, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোশারফ হোসেন, সদস্য সচিব মহিম উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য নুর জালাল মন্টি, অ্যাড. আতিকুর রহমান, সাইফুল ইসলাম আতাহার চৌধুরী শাহীন, মামুম বিল্লা, আতহাব চৌধুরী হাসান, আসাদুজ্জামান সাগরসহ স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটের নেতারা।