আলেমদের বাদ দিয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন ভুলে যান: চরমোনাই পীর

অনলাইন ডেস্ক
১৫ জুলাই ২০২৫, ১৬:২৫
শেয়ার :
আলেমদের বাদ দিয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন ভুলে যান: চরমোনাই পীর

আলেমদের বাদ দিয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখা ভুলে যেতে বলেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।  

আজ রবিবার সন্ধ্যায় চট্টগ্রামে আয়োজিত ওয়াজ মাহফিল ও জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

চরমোনাই পীর বলেন, ‘আলেম-ওলামাদের বাদ দিয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন ভুলে যান। আমরা ইসলাম, দেশ ও মানবতার পক্ষের শক্তিগুলো ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে দেশ গড়ার কাজ করতে চাই।’

তিনি আরও বলেন, ‘যখনই কোনো বাতিল শক্তি মাথাচাড়া দেওয়ার চেষ্টা করেছে, তখনই দেশের ওলামায়ে কিরাম প্রতিবাদে গর্জে উঠেছে। আগামী নির্বাচনে সকল বাতিল অপশক্তিকে রুখে দিয়ে ইসলামকে রাষ্ট্রক্ষমতায় আনার জন্য ইসলামের পক্ষে বৃহত্তর ঐক্যের জন্য আমাদের প্রয়াস সফল হবে ইনশাআল্লাহ।’