ট্রাম্পের যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সম্ভব নয়: ইইউ
ট্রাম্প নির্ধারিত শুল্ক মেনে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য প্রায় অসম্ভব বলে মন্তব্য করেছেন ইউরোপিয়ন ইউনিয়নের বাণিজ্য বিভাগের প্রধান মারোস সেভকোভিক। গতকাল সোমবার তিনি জানিয়েছেন, তার বিশ্বাস যুক্তরাষ্ট্র বাণিজ্য নিয়ে আলোচনায় বসতে রাজি হবে। জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইইউ এবং মেক্সিকোর ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপ করেছেন। আলোচনায় সমাধান সূত্র না মিললে ১ আগস্ট থেকে এই শুল্ক কার্যকরী হবে। এর মধ্যেই ট্রাম্প-নির্ধারিত শুল্ক নিয়ে ইইউ-এর ভিতরেই মতানৈক্য দেখা গেছে।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
ফ্রান্স, ইতালিসহ একাধিক দেশ কঠিন অবস্থান গ্রহণের পক্ষে মত দিলেও অনেক দেশ মনে করছে ইইউ-এর সুর নরম করা প্রয়োজন, যেহেতু ইউরোপ সামরিক ক্ষেত্রে এখনো যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত দ্রব্যের একটি তালিকা তৈরি হয়েছে। বাণিজ্য চুক্তি না হলে যুক্তরাষ্ট্রের উপর ২১০০ কোটি টাকার শুল্ক চাপানো হবে।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস