মন্ত্রিসভায় বড় রদবদল আনতে যাচ্ছেন জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক
১৫ জুলাই ২০২৫, ১৩:৪৪
শেয়ার :
মন্ত্রিসভায় বড় রদবদল আনতে যাচ্ছেন জেলেনস্কি

রাশিয়ার পূর্ণমাত্রার হামলার তিন বছরের বেশি সময় পর সরকারে বড় রদবদল আনার ঘোষণা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। 

গতকাল সোমবার তিনি নতুন প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীর নাম প্রস্তাব করেছেন।

বর্তমান অর্থমন্ত্রী ইউলিয়া স্বিরিদেনকোকে নতুন প্রধানমন্ত্রী করার প্রস্তাব দিয়েছেন জেলেনস্কি। আর বর্তমান প্রধানমন্ত্রী ডেনিস শমিগালকে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে এনডিটিভি।

যুদ্ধ শুরুর পর এটিই ইউক্রেন সরকারের সবচেয়ে বড় রদবদল। যুদ্ধক্ষেত্রে একের পর এক ধাক্কা খাওয়া এবং রুশ বাহিনীর বর্ধিত বিমান হামলার মধ্যেই এই রদবদলের ঘোষণা এলো।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে জেলেনস্কি লেখেন, ‘আমি ইউলিয়া স্বিরিদেনকোকে ইউক্রেন সরকারের নেতৃত্বে আনার প্রস্তাব দিয়েছি এবং সরকারের কাজকে নতুন করে ঢেলে সাজানোর ওপর গুরুত্ব দিচ্ছি।’

তিনি বলেন, ‘খুব শিগগিরই নতুন সরকারের কর্মপরিকল্পনা উপস্থাপনের জন্য আমি অপেক্ষা করছি।’

এছাড়া রাতের ভাষণে জেলেনস্কি জানান, শমিগাল হবেন নতুন প্রতিরক্ষামন্ত্রী। তিনি বলেন, ‘ডেনিস শমিগালের অভিজ্ঞতা প্রতিরক্ষামন্ত্রী হিসেবে কাজে আসবে।’

৩৯ বছর বয়সী স্বিরিদেনকো এ বছর যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি খনিজ চুক্তি করতে গিয়ে আলোচনায় আসেন, যা প্রায় কিয়েভ-ওয়াশিংটন সম্পর্কের টানাপোড়েনে ফেলেছিল। অন্যদিকে ৪৯ বছর বয়সী শমিগাল ২০২০ সাল থেকে ইউক্রেনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি করোনা মহামারির সময় এবং ২০২২ সালে রাশিয়ার পূর্ণমাত্রার আক্রমণের শুরুতে সরকার পরিচালনা করেন।