ক্যানসারে আক্রান্ত ইমরানের জন্য কনসার্ট
ক্যানসারে আক্রান্ত হেভি মেটাল ব্যান্ড মেকানিক্সের প্রতিষ্ঠাতা ও সাবেক গিটারিস্ট ইমরান আহমেদ। তার চিকিৎসার তহবিল সংগ্রহে চ্যারিটি কনসার্টের আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটি।
‘কনসার্ট ফর ইমরান’ শিরোনামে এটি অনুষ্ঠিত হবে আগামী ২৫ জুলাই বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটরিয়ামে। যেখানে গান শোনাবে ইমরানের হাতে গড়া মেকানিক্স, হাইওয়েসহ আরও ৮টি ব্যান্ড।
আয়োজক সংগঠনের সভাপতি রিদোয়ান সালেহ্ চৌধুরী বলেন, ‘ইমরান ভাইয়ের চিকিৎসার জন্যই এই উদ্যোগ। কনসার্ট থেকে যা আয় হবে, সবটুকু আমরা ইমরান ভাই বা মেকানিক্স ব্যান্ডের হাতে তুলে দেব।’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
এই আয়োজনে অংশ নিচ্ছে ৮টি ব্যান্ড- মেকানিক্স, হাইওয়ে, সোনার বাংলা সার্কাস, পাওয়ারসার্জ, আপেক্ষিক, দুর্গ, রকসল্ট এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটি।
বলা দরকার, চলতি বছরের জুনে ইমরানের খাদ্যনালিতে ক্যানসার ধরা পড়ে।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
উল্লেখ্য, ২০০৮ সালে মেকানিক্স ব্যান্ড ছাড়েন ইমরান। এরপর আর কোনো ব্যান্ডের সঙ্গে যুক্ত হননি তিনি। পেশাগত কারণে গানে আর সময় দিতে পারেননি বলে জানিয়েছেন ইমরান।