রাজধানীতে পথশিশুকে ধর্ষণের অভিযোগ

ঢামেক প্রতিবেদক
১৫ জুলাই ২০২৫, ১২:৫৯
শেয়ার :
রাজধানীতে পথশিশুকে ধর্ষণের অভিযোগ

রাজধানীর বনানীতে আট বছরের পথশিশু কে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিয়োগ পাওয়া গেছে। গতকাল সোমবার রাতে ঘটনাটি ঘটে। 

আহত শিশুটির গ্রামের বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছায় বলে জানা গেছে। সে ঐ এলাকায় ভাসমান। তবে প্রাথমিক তদন্তে জানা যায় শিশুটি ফুটপাতেই থাকত। 

বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আরিফ বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা খবর পেয়ে হাসপাতালের পেছেনে গেলে শিশুটিক গুরুতর আহত অবস্থায় দেখতে পাই। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া পর ঢামেক হাসপাতালের ওসিসি তে ভর্তি রাখা রয়েছে। 

আহত শিশুটি পুলিশ কে জানিয়েছে, গতকাল সোমবার রাত আনুমানিক ৮ টার দিকে এক ব্যক্তি তাকে ডেকে নিয়ে মহাখালি এলাকার একটি হাসপাতালে পেছনে জোরপূর্বক ধর্ষণ করে। সে তাকে আগে থেকে চিনত না। তবে দেখলে চিনতে পারবে বলে জানিয়েছে।

ওসিসির ভারপ্রাপ্ত সম্বনায়ক ডা. তাইয়েবা সুলতানা জানিয়েছেন, আজ মঙ্গলবার সকালে শিশুটির ফরেনসিক সম্পন্ন করা হয়েছে। এছাড়া প্রয়োজনীয় পরীক্ষা নিরিক্ষা দেওয়া হয়েছে। ঐ সব রিপোর্ট আশার পর পূর্নাঙ্গ রিপোর্ট দেওয়া হবে। তবে প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে।