সোহাগ হত্যা /

‘ইটের আঘাতে মৃত্যু নিশ্চিত’ করা নান্নু গ্রেপ্তার হলেন যেভাবে

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৫ জুলাই ২০২৫, ১১:৫৯
শেয়ার :
‘ইটের আঘাতে মৃত্যু নিশ্চিত’ করা নান্নু গ্রেপ্তার হলেন যেভাবে

রাজধানীর মিডফোর্ডের সামনে আলোচিত ব্যবসায়ী সোহাগ হত্যা মামলার অন্যতম আসামি নান্নু কাজীকে (৩৩) নারায়ণগঞ্জের বন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাতে র‍্যাব-১১ ও র‍্যাব-১০ এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। 

জানা যায়, ভাইরাল ভিডিও’র ইট ও সিমেন্টের ব্লক দিয়ে আঘাত করে মৃত্যু নিশ্চিত করা চারজনের একজন হলেন আসামি নান্নু। তিনি সোহাগ হত্যা মামলার এজাহারনামীয় ৬ নম্বর আসামি।

র‍্যাব-১১ এর সিপিসি-১ কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের বালিয়া গ্রামে মামার বাড়ির পাশের একটি বাড়ি থেকে নান্নুকে আটক করা হয়। 

রাতেই নান্নু কাজীকে র‍্যাব-১০ এর কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‍্যাবের ওই কর্মকর্তা।

এর আগে রবিবার সকালে ঢাকা ও নেত্রকোণা থেকে সজীব ও রাজীব নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।এ নিয়ে এই হত্যার ঘটনায় মোট আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

উল্লেখ্য, গত বুধবার রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের (মিটফোর্ড) সামনে প্রকাশ্যে পাথর দিয়ে ভাঙারি ব্যবসায়ী সোহাগকে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে। এর পরদিন বৃহস্পতিবার নিহতের বড় বোন মঞ্জুয়ারা বেগম কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ১৯ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়।