পিটিআইয়ের ‘ডু অর ডাই’ কর্মসূচি
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দেশজুড়ে ৯০ দিনের ‘ডু অর ডাই’ কর্মসূচির ঘোষণা দিয়েছে। কারাবন্দি ইমরান খানের মুক্তি এবং সরকারের একপেশে নীতির বিরোধিতা করে এ আন্দোলনের ঘোষণা দিয়েছেন দলের নেতা ও খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মুখ্যমন্ত্রী আলি আমিন গান্দাপুর। তিনি জানিয়েছেন, পিটিআই পাকিস্তানে রাজনীতি করবে কিনা তাও নির্ধারিত হবে এই ৯০ দিন পর। খবর ডনের।
ইমরান খানের কারা বন্দিত্বের দুই বছরপূর্তিতে ৫ আগস্ট চূড়ান্ত আন্দোলনের কথা ভাবছে পিটিআই। দলটির নেতারা যখন আন্দোলনের রূপরেখা তুলে ধরবেন বলে আশা করা হচ্ছিল, ঠিক তখনই গান্দাপুর জানান, তিনি সরকারের ওপর ‘চূড়ান্ত চাপ’ সৃষ্টির জন্য ৯০ দিনের এক নতুন সময়সীমা ঠিক করেছেন। গান্দাপুর রবিবার এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমাদের আন্দোলন গতরাত থেকেই শুরু হয়ে গেছে এবং এটি আগামী ৯০ দিনের মধ্যে চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে।’ তিনি সুনির্দিষ্ট কোনো তারিখ বলেননি। তবে সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, রাজনৈতিক উপায়ে ৫ আগস্টের মধ্যেই আন্দোলনের চূড়ান্ত রূপ নেওয়া হবে।
তার ভাষায়, ‘এই ৯০ দিনের মধ্যেই আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে, আমরা এই দেশে আদৌ রাজনীতি করব কিনা..., যদি রাজনৈতিক পথে কোনো ফল না আসে, তাহলে পরবর্তী করণীয় কী হবে তা জানিয়ে দেব।’ তিনি আরও বলেন, ‘আমরা এখন ডু অর ডাই অবস্থায় এসেছি। এই দেশে আর কোনো রাজনীতি নেই, কাজেই রাজনীতি করেও লাভ নেই।’ পিটিআইয়ের পাঞ্জাবপ্রদেশের প্রধান সংগঠক আলিয়া হামজা মালিক ক্ষোভ প্রকাশ করে সামাজিক মাধ্যম এক্সে লিখেছেন, ‘ইমরান খানের মুক্তির জন্য কী কৌশল ঘোষণা করা হলো? কোথা থেকে, কীভাবে এই আন্দোলন শুরু হবে? ৫ আগস্টের পরিকল্পনাকে কে পাল্টে ৯০ দিনের কথা বলল?’
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
আলি আমিন গান্দাপুর অভিযোগ করেছেন, ‘ক্ষমতাধর মহল নিজেরাই রাজনীতি করছে। এস্টাবলিশমেন্টের নামে যারা বসে আছেন, তারা পুরো ব্যবস্থাটাই দখল করে নিয়েছেন।’
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস