ট্রলের মুখে দীপিকা

বিনোদন সময় ডেস্ক
১৫ জুলাই ২০২৫, ০০:০০
শেয়ার :
ট্রলের মুখে দীপিকা

মা হওয়ার পর থেকে অনেকটা আড়ালেই ছিলেন দীপিকা পাড়ুকোন। এরই মধ্যে নতুন সিনেমার মাধ্যমে ক্যামেরার সামনে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছেন। তারই অংশ হিসেবে সবার সামনে এসে ট্রলের শিকার হলেন তিনি। সম্প্রতি সামাজিক মাধ্যমে দীপিকার একটি ভিডিও ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়-ঢিলেঢালা নীল রঙের লম্বা শার্ট, কালো রোদচশমা আর কাঁধে টোট ব্যাগ নিয়ে বেরিয়েছেন অভিনেত্রী। হালকা সাজে, যেন খুবই সাধারণ আর স্বাভাবিক এক মুহূর্ত।

কিন্তু এমন সাধারণ চেহারাতে ‘বাজিরাও মাস্তানি’ তারকার রেহাই মেলেনি, বরং পোশাক ও শরীর নিয়ে কটাক্ষে ভরে গেছে কমেন্ট বক্স। একজন লিখেছেন, ‘বাবার শার্ট পরে এসেছে নাকি!’ আরেকজন লিখেছেন, ‘প্রেগন্যান্সির সময়ও তো এত মোটা লাগত না। দিন দিন কেমন গুলুমুলু হয়ে যাচ্ছে।’

এমন নেতিবাচক মন্তব্যের ভিড়ে কেউ কেউ আবার দীপিকার পাশে দাঁড়িয়েছেন। একজন লিখেছেন, ‘একজন মা হওয়া সহজ নয়। সেই মাকে নিয়ে এমন মন্তব্য লজ্জাজনক।’

অ্যাটলি কুমারের আসন্ন সিনেমায় আল্লু অর্জুনের সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন দীপিকা।