তিন ঘণ্টা পর ঢাকা-উত্তরবঙ্গ রেল যোগাযোগ স্বাভাবিক

কালিয়াকৈর প্রতিনিধি
১৪ জুলাই ২০২৫, ১৩:১৬
শেয়ার :
তিন ঘণ্টা পর ঢাকা-উত্তরবঙ্গ রেল যোগাযোগ স্বাভাবিক

গাজীপুরের কালিয়াকৈরে সোনাখালি রেল ক্রসিংয়ে আটকে পড়া ধান বোঝাই ট্রাক উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকাল ৮ টার দিকে ট্রাকটি রেলক্রসিংয়ে আটকে যায়। আটকের তিন ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

জয়দেবপুর রেলওয়ে স্টেশনের স্টেশন সিনিয়র সহকারী নির্বাহী প্রকৌশলী জুয়েল মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। 

এলাকাবাসী ও রেলওয়ে সূত্রে জানা যায়, আজ সোমবার সকালে কালিয়াকৈর -ধামরাই আঞ্চলিক রুটের সোনাখালি রেলক্রসিং পার হওয়ার সময় একটি ট্রাক আটকে যায়। পরে চালক স্থানীয়দের সহায়তায় চেষ্টা করেও ট্রাকটি সরাতে পারেনি। মূলত রেলক্রসিং এর সামনে বেশ কয়েকটি বড়বড় গর্তের সৃষ্টি হয়েছে। ওই গর্তেই ট্রাকটি আটকে যায়। এরপর থেকেই ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। জয়দেবপুর রেল স্টেশন কর্মকর্তা ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিন ঘণ্টা চেষ্টার পর বেলা ১১টার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

জয়দেবপুর রেলওয়ে স্টেশনের সিনিয়র সহকারী প্রকৌশলী কর্মকর্তা জুয়েল মিয়া বলেন, মির্জাপুর সীমানায় সোনাখালি রেলক্রসিংয়ে একটি ট্রাক আটকে গেছে। যার ফলে ওই পাশ থেকে ট্রেন আসতে পারছে না। তিন ঘণ্টা চেষ্টায় ট্রাকটি সরানো হয়। এখন উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক আছে।