দেশ ছাড়লেন শাকিব খান
বেশ কিছুদিন ধরেই কথা রটেছে, হলিউডের সিনেমায় অভিনয় করবেন সুপারস্টার শাকিব খান। বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নির্মাতা আসিক আকবর জানিয়েছিলেন, শাকিব খানকে নিয়ে তিনি একটি হলিউড প্রজেক্টের পরিকল্পনা করেছেন। তার ভাষ্য অনুযায়ী, স্ক্রিপ্ট তৈরির কাজ চলমান এবং শাকিবের যুক্তরাষ্ট্র সফরেই হতে পারে চূড়ান্ত চুক্তি।
এদিকে, গতকাল রবিবার রাতে ফেসবুকে একটি ছবি শেয়ার করে শাকিব খান জানান, যুক্তরাষ্ট্রে যাচ্ছেন তিনি। ছবিতে দেখা যায়, বিমানের সিটে বসে আছেন এই চিত্রনায়ক। ক্যাপশনে লিখেছেন, ‘রোমাঞ্চ যাত্রা শুরু হোক!’ ঠিক কি কারণে এবারের যুক্তরাষ্ট্র সফর, তা খোলাসা করেননি এই অভিনেতা।
অনেকেই এখন দুইয়ে দুইয়ে চার মেলাচ্ছে। ধারণা করা হচ্ছে, এই সফরেই খবর আসবে হলিউডের সিনেমার। আবার কেউ বলছেন, ঈদে মুক্তি পাওয়া সিনেমা ‘তাণ্ডব’র প্রচারণার জন্যই তার এই সফর। কারণ গত ১১ জুলাই থেকে হিউস্টন, ক্যালিফোর্নিয়া, বোস্টন, অরল্যান্ডো, স্যাক্রামেন্টোসহ অন্তত ১০টিরও বেশি শহরের প্রেক্ষাগৃহে চলছে রায়হান রাফীর ‘তাণ্ডব’।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
আবার একটি সূত্র বলছে, আমেরিকার গ্রীণকাধারী শাকিব খান। ফলে বছরের নির্দিষ্টি একটা সময় সেখানে অবস্থান করতে হয় তাকে। আর এবারের সফরটি তারই একটি অংশ। এটি অভিনেতার একান্ত ব্যক্তিগত সফর। থাকবেন প্রায় দেড় মাস। আগস্টের শেষ দিকে দেশে ফিরবেন শাকিব খান।
এখন দেখার পালা, শাকিব খানের এবারের সফর থেকে কী বার্তা আসে।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট