গুঞ্জন উসকে দিলেন নয়নতারা
দক্ষিণী সিনেমার ‘লেডি সুপারস্টার’ নয়নতারা। ২০২২ সালের ৯ জুন নির্মাতা বিগনেশ শিবানের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন তিনি। গত মাসেই দাম্পত্যের চতুর্থ বর্ষে পা দেন এই যুগল। এরই মাঝে গুঞ্জন চাউর হয়েছে, নয়নতারার সংসার ভেঙে যাচ্ছে! দুজনের বিচ্ছেদের চর্চা চলছে সোশ্যাল মিডিয়ায়। অভিনেত্রী তার ইনস্টাগ্রাম স্টোরিতে বেশ কিছু পোস্ট দেন, সেগুলোই মূলত উসকে দিয়েছে গুঞ্জন। নয়নতারার আবেগপ্রবণ এসব বার্তা আগুনে ঘি হিসেবে কাজ করেছে।
কদিন আগেই এক পোস্টে নয়নতারা লেখেন, ‘বোকাকে বিয়ে করা ভুল।’ অন্য আরেক পোস্টে লেখেন, ‘পুরুষরা কখনও পরিণত হয় না।’ সর্বশেষ অভিনেত্রীর পোস্ট ছিল এমন, ‘আমাকে একা থাকতে দাও, আমি ক্লান্ত।’ নয়নতারার এসব বার্তা দ্রুত নেটিজেনদের নজর কাড়ে। কেবল তাই নয়, দুইয়ে দুইয়ে চার মেলাতেও ভুল করেননি তারা। ভক্ত-অনুরাগীরা বিশ্বাস করতে শুরু করেন- ভেঙে যাচ্ছে প্রিয় তারকার সংসার।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
তবে এ বিষয়ে দুজনের কেউই পরিষ্কারভাবে কোনো কিছু বলেননি। উল্টো ভক্তদেরই চিন্তায় ফেলে দিলেন! সম্প্রতি নয়নতারা তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি দিয়েছেন। তাতে দেখা যায়, সবুজ ঘাসের ওপর চাদর বিছিয়ে শুয়ে আছেন বিগনেশ। তার পিঠের ওপর বসে আছেন নয়নতারা। তারা দুজনেই গভীর ভাবনায় মগ্ন। ক্যাপশনে নয়নতারা লিখেছেন, ‘আমরা যখন আমাদের নিয়ে পাগলাটে নিউজ দেখি, তখন আমাদের প্রতিক্রিয়া।’ নেটিজেনরা এটিকে ইঙ্গিতপূর্ণ পোস্ট বলছেন।
আরও পড়ুন:
ফের জুটি হলেন মম-শ্যামল