সভামঞ্চে মিলল নিখোঁজ স্কুল শিক্ষকের মরদেহ
পিরোজপুরের মঠবাড়িয়ায় নিখোঁজের একদিন পরে মো. নাসির উদ্দিন আহম্মেদ (৬৮) নামে এক স্কুল শিক্ষকের এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার বিকাল চারটার দিকে শহরের কে এম লতীফ ইনস্টিটিউশনের শহীদ মোস্তফা খেলার মাঠের সভামঞ্চের ওপর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত শিক্ষক নাসির উদ্দিন একই বিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের সহকারি শিক্ষক পদে কর্মরত ছিলেন। তিনি শারিরীক অসুস্থতার জন্য ২০১৪ সালের ৩১ মে স্বেচ্ছায় শিক্ষকতা থেকে অবসর গ্রহণ করেন। তিনি উপজেলার গুলিসাখালী ইউনিয়নের দুর্গাপুর গ্রামের মৃত আবুল হাশেম হাওলাদারের ছেলে। নিহত স্কুল শিক্ষকের ছোট ভাই মো. গিয়াস উদ্দিন সাবেক বিআরডিবির মহাপরিচালক ছিলেন।
থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার ওই স্কুল শিক্ষক গ্রামের বাড়িতে যাওয়ার উদ্দেশে শহরের ব্যাংক কলেনীর শেরে বাংলা পাঠাগার সংলগ্ন নিজ বাসা থেকে বের হন। এরপর আর তিনি বাসায় ফিরেনি। তার নিখোঁজ হওয়ার বিষয়ে ছেলে রিয়াজ উদ্দিন মঠবাড়িয়া থানায় ওই দিন রাতে একটি সাধারণ ডায়েরি করেন। এরপর তার সন্ধান চেয়ে পরিবারের স্বজনরা শহরে মাইকিংও করেন। পরে আজ রবিবার বিকাল চারটার দিকে স্থানীয়রা খেলার মাঠের সভামঞ্চে তার মরদেহ পড়ে থাকতে দেখে খবর দিলে পুলিশ ঘটনাস্থালে গিয়ে তার মরদেহ উদ্ধার করে। এ সময় তার থেতলানো মাথা থেকে রক্ত ঝড়ছিলো।
এ ব্যাপারে নিহত স্কুল শিক্ষকের ছেলে মো. রিয়াজ উদ্দিন বলেন, ‘গত শনিবার সকাল নয়টার দিকে বাবা গ্রামের বাড়িতে যাওয়ার জন্য বাসা থেকে বের হন। পরে তার আর খোঁজ মেলেনি। আমি থানায় সাধারণ ডায়েরি করেছি। বাবার মাথাা থেতলানো ও রক্তাক্ত ছিলো। এই হত্যাকাণ্ডের বিচার চাই।’
বিষয়টি নিশ্চিত করে মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ আল মামুন বলেন, ‘খবর পেয়ে স্কুল মাঠের সভামঞ্চ থেকে ওই শিক্ষকের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’
এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।