জুলাই পুনর্জাগরণে শহীদ মিনারে ড্রোন শো ও চলচ্চিত্র প্রদর্শন
জুলাই গণঅভ্যুত্থানে নারীদের গৌরবময় ভূমিকা নিয়ে আগামীকাল সোমবার দেশের ৬৪ জেলা ও সব বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্র প্রদর্শন করা হবে। ওই দিন রাজধানী ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে সন্ধ্যা ৬টায় অনুষ্ঠান শুরু হয়ে রাত ১২টায় ড্রোন শো’র মাধ্যমে শেষ হবে। আজ রবিবার রাতে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।
উপ-প্রেস সচিব জানান, জুলাই গণ-অভ্যুত্থানে নারীদের গৌরবময় ভূমিকা নিয়ে সোমবার সন্ধ্যা ৬টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ‘চলচ্চিত্র প্রদর্শনী, শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের স্মৃতিচারণ, সাংস্কৃতিক পরিবেশনা এবং বিশেষ ড্রোন শো’ অনুষ্ঠিত হবে। রাত ১২টায় ড্রোন শোর মাধ্যমে অনুষ্ঠান শেষ হবে।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় মাসব্যাপী অনুষ্ঠানের অংশ হিসেবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানগুলো সকল গণমাধ্যমের জন্য উন্মুক্ত।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক অনন্য অধ্যায়, যা দেশের রাজনৈতিক পরিবর্তনে নতুন দিগন্ত উন্মোচন করেছে। এ স্মৃতিকে পুনর্জাগরণে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় মাসব্যাপী নানা আয়োজন চলেছে।
এরই অংশ হিসেবে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় আগামী ১৪ জুলাই সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে ‘জুলাই উইমেনস ডে’ চলচ্চিত্র প্রদর্শনী, শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের স্মৃতিচারণ, ‘জুলাইয়ের গান ও ড্রোন শো’র আয়োজন করা হবে। ওই দিন সন্ধ্যা ৬টায় ‘মোরা ঝঞ্ঝার মত উদ্দাম’ শিরোনামে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
এরপর সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে জুলাই উইমেনস ডে উপলক্ষে ‘মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়’ নির্মিত একটি ডকুমেন্টারি প্রদর্শিত হবে। পরে ‘দীপক কুমার গোস্বামী স্পিকিং’ ও ‘জুলাই বিষাদ সিন্ধু’ চলচ্চিত্রসমূহ প্রদর্শিত হবে।
সবশেষে রাত ১০টায় বিশেষ আকর্ষণ হিসেবে শুরু হবে মিউজিক্যাল ‘ড্রোন শো’। বাংলাদেশ সরকার এবং চীন সরকারের যৌথ আয়োজনে ‘ড্রোন শো’-তে প্রায় দুই হাজার ড্রোন উড্ডয়নের মাধ্যমে জুলাইয়ের গল্প তুলে ধরা হবে।
উল্লেখ্য, ১৪ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলের মেয়েরা স্রোতের মতো বেরিয়ে এসে আন্দোলনে নতুন প্রাণের সঞ্চার ঘটায়। শহীদ মিনারের উপরে সেই জীবন্ত মুহূর্তটাকে প্রদর্শন করা হবে ‘ড্রোন শো’ এর মাধ্যমে। ড্রোন শো এর প্রথম ধাপে দেখানো হবে কীভাবে বাংলাদেশ জুলাই এ এসে পৌঁছালো। দ্বিতীয় ধাপে দেখানো হবে কেমন করে ১৪ তারিখে গণঅভ্যুত্থানের মাধ্যমে জুলাইয়ের সূচনা হলো।