জবি শিক্ষকের ওপর হামলা নিয়ে যা বলল ছাত্রদল

জবি প্রতিনিধি
১৩ জুলাই ২০২৫, ১৯:৩৬
শেয়ার :
জবি শিক্ষকের ওপর হামলা নিয়ে যা বলল ছাত্রদল

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কোনো শিক্ষকের গায়ে হাত তোলা হয়নি বলে দাবি করেছে জবি ছাত্রদল। আজ রবিবার জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল এবং সদস্যসচিব শামসুল আরেফিনের স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানায় সংগঠনটি।

বিবৃতিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শহীদ সাজিদ একাডেমিক ভবনের নিচে রফিক বিন সাদেক রেশাদকে প্রশাসনের হাতে তুলে দিতে গিয়ে সংগঠিত ভুল বোঝাবুঝির অনাকাঙ্ক্ষিত ঘটনায় শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীদের সঙ্গে কোনো হামলার ঘটনা ঘটেনি।

শিক্ষার্থীদের কোনো উসকানিতে পা না দেওয়ার অনুরোধ করে বিবৃতিতে আরও বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল ঘটনার দিনই লিখিতভাবে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে। আশা থাকবে তদন্তের মাধ্যমে সব তথ্য প্রমাণ বিশ্লেষণ সাপেক্ষে ঘটনার জট খুলে যাবে। সে পর্যন্ত সবাইকে ধৈর্য ধারণ করার অনুরোধ রইলো।

এর আগে গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমিক ভবনের নিচে বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রফিক বিন সাদেক রেসাদকে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ তুলে মারধর করা হয়। এসময় বিভাগের শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ উপদেষ্টা এ কে এম রিফাত হাসান এবং সহকারী প্রক্টর শফিকুল ইসলাম রক্ষা করতে গেলে তাদের গালিগালাজ ও হামলা করার অভিযোগ উঠে।

একই সঙ্গে শাখা বাগছাস সভাপতি, মুখ্য সংগঠক ও যুগ্ম-আহ্বায়ক যথাক্রমে মো. ফয়সাল মুরাদ, ফেরদৌস হাসান এবং ফারুককে ছাত্রলীগ ট্যাগ দিয়ে তাদের ওপরও হামলা ও মারধর শুরু করে তারা।

এ ঘটনায় আজ রবিবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা। এ সময় তারা হামলায় জড়িতদের বিচার দাবি করেন।