ক্লাব বিশ্বকাপের ফাইনাল মাতাতে যাচ্ছেন ট্রাম্প ও মেলানিয়া

স্পোর্টস ডেস্ক
১৩ জুলাই ২০২৫, ১৯:৩১
শেয়ার :
ক্লাব বিশ্বকাপের ফাইনাল মাতাতে যাচ্ছেন ট্রাম্প ও মেলানিয়া

প্রথমবারের মতো বড় পরিসরে হচ্ছে ক্লাব বিশ্বকাপ। মার্কিন যুক্তরাষ্ট্রে ৩২ দল নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টের পর্দা নামছে আজ রাতেই। ফাইনাল ম্যাচে আজ দিবাগত রাত ১টায় লড়াইয়ে নামবে ফ্রান্সের ক্লাব প্যারিস সুপার জার্মেই (পিএসজি) ও ইংলিশ ক্লাব চেলসি। ফাইনালের উত্তেজনা আরও বাড়িয়ে দিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

মেটলাইফ স্টেডিয়ামে ক্লাব বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখতে ট্রাম্পের সঙ্গে যাচ্ছেন তার স্ত্রী মেলানিয়া ট্রাম্পও। মার্কিন প্রেসিডেন্ট এমন এক দিনে ক্লাব বিশ্বকাপ ফাইনাল দেখতে যাচ্ছেন, যেখানে নির্বাচনী প্রচারের সময় তার ওপর হওয়া হত্যাচেষ্টার বর্ষপূর্তি আজ। 

দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর নিয়মিতই বিভিন্ন ক্রীড়া অনুষ্ঠানে যোগ দিচ্ছেন ট্রাম্প। ফুটবল টুর্নামেন্ট ছাড়াও তিনি নিউ অরলিন্সে সুপার বোল, ফ্লোরিডার ডেটোনা ৫০০, নিউয়ার্ক-মিয়ামিতে ইউএফসি ফাইট এবং ফিলাডেলফিয়ার এনসিএএ রেসলিং চ্যাম্পিয়নশিপে উপস্থিত থেকেছেন। 

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্টিনোর সাথে উষ্ণ সম্পর্ক আছে ট্রাম্পের। আগামী বছর বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রসহ উত্তর আমেরিকার দেশগুলোতে। সেই টুর্নামেন্টের একাধিক ম্যাচে উপস্থিত থাকার পরিকল্পনাও আছে মার্কিন প্রেসিডেন্টের।