বিমানবন্দরের সামনে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
রাজধানীর বিমানবন্দরে পিক-আপের ধাক্কায় আশরাফুল আলম (৩২) নামের মোটরসাইকেল চালক যুবক নিহত। গতকাল শনিবার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আশরাফুল গাজীপুর সদর উপজেলার কালনী গ্রামের মৃত মোকসেদ আলীর ছেলে । দেড় বছর বয়সী এক ছেলের জনক ছিলেন তিনি। কলসানটেন্ট প্ল্যানিং এন্ড ডিজাইনিং ফার্ম নামক প্রতিষ্ঠানের মালিক ছিলেন তিনি।
নিহত চাচাতো ভাই হাসান আল আরিফ বলেন, আশরাফুল গাজীপুর থেকে গতকাল ঢাকায় আসছিলেন মোতালেব প্লাজায় মোবাইল কিনতে বা মেরামতের জন্য। তারপর রাত সাড়ে দশটার দিকে বিমানবন্দর ৩নং টার্মিনালের সামনে দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি দ্রুতগামী পিকআপ ভ্যান পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে মাথাপিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে খবর পেয়ে বিমানবন্দর থানা পুলিশ সেখান থেকে তাকে উদ্ধার করে দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানা অবগত আছেন।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?