প্রবাসীদের জন্য শিরোনামহীনের গান

বিনোদন প্রতিবেদক
১৩ জুলাই ২০২৫, ১২:৫৮
শেয়ার :
প্রবাসীদের জন্য শিরোনামহীনের গান

দেশের জনপ্রিয় ব্যান্ডদল শিরোনামহীন। গান ও স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন দলটির সদস্যরা। সম্প্রতি তারা প্রকাশ করেছে নতুন গান। শিরোনাম ‘কতোদূর’। আর এটি তারা উৎসর্গ করেছে বিশ্বের বিভিন্ন দেশে থাকা প্রবাসী বাঙালিদের। গেল বৃহস্পতিবার শিরোনামহীনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয় গানটি।

ফেসবুকে গানটি শেয়ার করে শিরোনামহীন লিখেছে, ‘আমাদের নতুন গান “কতোদূর” তাদের জন্য, যাদের জীবন বাড়ি থেকে বহু দূরে- আকাশে ভেসে থাকা এক খোলা ফানুস বা কাটা ঘুড়ির মতো। তারা পরিবার-পরিজনের জন্য প্রতিনিয়ত শ্রম দিচ্ছেন, রেমিটেন্স পাঠাচ্ছেন, দেশের অর্থনীতিতে রাখছেন অমূল্য ভূমিকা। এই গান তাদের জন্য।’

‘কতোদূর’র কথা, সুর ও সংগীত করেছেন ব্যান্ডের প্রধান সদস্য জিয়াউর রহমান। বাংলাদেশ ও থাইল্যান্ডে বিভিন্ন স্থানে এর দৃশ্যধারণ করা হয়েছে। এর ভিডিওতে অভিনয় করেছেন কাজী তানিম শাহরিয়ার, তাসিফা তাসু, শেখ স্বপ্না, রেশ রহমান, তানজিব ফেরদৌস, শেখ মোহিবুল, শাহরিয়ার রোহান এবং আহসান রাবিব।