একসঙ্গে আফজাল হোসেন ও শামা রহমান

বিনোদন প্রতিবেদক
১৩ জুলাই ২০২৫, ১২:১২
শেয়ার :
একসঙ্গে আফজাল হোসেন ও শামা রহমান

কবিতা আর গান নিয়ে হাজির হচ্ছেন বরেণ্য অভিনেতা-নির্মাতা আফজাল হোসেন ও রবীন্দ্রসংগীতশিল্পী শামা রহমান। দু’জনকে নিয়ে আয়োজন করা হয়েছে বিশেষ অনুষ্ঠান ‘মায়া-বাদল দিনের প্রথম কদম ফুল’। যা প্রচারিত হবে আজ রবিবার রাত সাড়ে ১০টায় মাছরাঙা টেলিভিশনে।

এই যুগলবন্দীর আয়োজন করেছে এমডব্লিউ ম্যাগাজিন বাংলাদেশ আর সার্বিক ব্যবস্থাপনায় ছিল সান কমিউনিকেশনস লিমিটেড। ঢাকার একটি অভিজাত হোটেলে গত শুক্রবার অনুষ্ঠিত হয় এই বিশেষ আয়োজন।

অনুষ্ঠানের শুরুতেই শামা রহমান পরিবেশন করেন রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত গান ‘বাদল দিনের প্রথম কদম ফুল’। এরপর আফজাল হোসেনের কণ্ঠে আবৃত্তি হয় রবীন্দ্রনাথেরই ‘আষাঢ়’ কবিতা।

‘আবার এসেছে আষাঢ়’, ‘কৃষ্ণকলি আমি তারে বলি’, ‘ও যে মানে না মানা’, ‘আজি ঝড়ের রাতে’, ‘মেঘের পর মেঘ জমেছে’, ‘এসো হে নিশীথ রাতে’- একে একে দর্শক-শ্রোতার মন ছুঁয়ে যায় শামা রহমানের গাওয়া গানগুলো। অন্যদিকে আফজাল হোসেন আবৃত্তি করেন জীবনানন্দ দাশের ‘পঁচিশ বছর পরে’, ‘আকাশলীনা’সহ আরও বেশ কিছু কবিতা।

সারাহ আলমের উপস্থাপনায় সাজানো এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমডব্লিউ ম্যাগাজিন বাংলাদেশের সম্পাদক ও প্রকাশক রুমানা চৌধুরী, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মালিক মোহাম্মদ সাঈদ, ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান, চঞ্চল চৌধুরী, আরিফিন শুভ, বিন্দু, রুনা খানসহ বিনোদন অঙ্গনের অনেক পরিচিত মুখ।