ইয়াবা সেবনকালে বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেপ্তার
ফরিদপুরের বোয়ালমারী পৌর স্বেচ্ছাসেবক দলের বহিস্কৃত আহ্বায়ক মনির হোসেনকে (৪৫) ইয়াবা সেবনরত অবস্থায় গ্রেপ্তার করেছে ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
গতকাল শনিবার বিকেলে অভিযানিক দল ভ্রাম্যমাণ আদালতে তাকে হাজির করলে আদালত তার জবানবন্দি রেকর্ড করে ১০দিনের কারাদণ্ড ও ১হাজার টাকা জরিমানা করে।
আদালত পরিচালনা করেন বোয়ালমারী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল আমীন।
শনিবার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের চতুল গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মনির হোসেন চতুল গ্রামের মৃত মোতালেব শেখের ছেলে ও পৌরসভার সংরক্ষিত মহিলা ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নিরা বেগমের স্বামী। এছাড়া তিনি বোয়ালমারী পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ছিলেন। তবে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়।
এ বিষয়ে ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বেলায়েত হোসেন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে মাদক সেবন অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে ১০ দিনের কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’
বোয়ালমারী উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনার সত্যতা এবং জেল জরিমানার বিষয় নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, চলতি বছরের ২৪ জানুয়ারি দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট তথ্য প্রমাণিত হওয়ায় ফরিদপুরের জেলা স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী তাকে দলীয় পদসহ প্রাথমিক সদস্য পদ থেকেও বহিষ্কার করে।