ব্যবসায়ী সোহাগকে পিটিয়ে হত্যা, কলাপাড়ায় উত্তাল ছাত্র-জনতা
ঢাকায় ব্যবসায়ী সোহাগকে প্রকাশ্যে পিটিয়ে হত্যার প্রতিবাদে এবং সারাদেশে চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির বিরুদ্ধে কলাপাড়ায় মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্র-জনতা।
গতকাল শনিবার রাত ৮টায় কলাপাড়া কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে মশাল মিছিলটি শুরু হয়। এতে অংশ নেন স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, যুব সমাজ এবং নানা শ্রেণি-পেশার সচেতন নাগরিকরা।
মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলাপাড়া প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় এক প্রতিবাদ সমাবেশ।
সমাবেশে বক্তব্য রাখেন ‘আমরা কলাপাড়াবাসী’ সংগঠনের সভাপতি নাজমুস সাকিব, সাবেক সভাপতি নজরুল ইসলাম এবং সাংস্কৃতিক কর্মী তানজিল জামান জয়।
বক্তারা বলেন, ‘একজন সাধারণ ব্যবসায়ীকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা বর্বরতা ও নৃশংসতার জঘন্য দৃষ্টান্ত। এমন ঘটনার পরেও প্রশাসনের নীরবতা ও নিষ্ক্রিয়তা আমাদেরকে হতাশ করেছে। অপরাধীরা রাজনৈতিক আশ্রয়ে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, যা রাষ্ট্রীয় ব্যর্থতারই নিদর্শন।’
তারা বলেন, ‘বর্তমান সরকার চাঁদাবাজি, সন্ত্রাস ও অপরাধ দমন করতে সম্পূর্ণরূপে ব্যর্থ। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে, জনগণের ক্ষোভ আরও তীব্র হবে। প্রয়োজনে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।’
সমাবেশে অংশ নেওয়া ছাত্র-জনতার বক্তব্যেও ক্ষোভ ও প্রতিরোধের আহ্বান স্পষ্টভাবে প্রতিফলিত হয়।
তারা আরও বলেন, ‘আমরা এর কঠিনতম বিচার চাই। শুধু মিছিল নয়, প্রয়োজনে রাজপথেও কঠোর আন্দোলনে নামতে পারি আমরা।’