বিল্লালের জবানবন্দি, আজ শুনানি
খতিবের ওপর হামলা
চাঁদপুর শহরে মসজিদের ভেতরে খতিবের ওপর হামলাকারী বিল্লাল হোসেন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তিনি গতকাল শনিবার সন্ধ্যায় চাঁদপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহাদাতুল হাসান আল মুরাদের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ভিকটিমের বড় ছেলে মামলার বাদী আফনান তাকি। এদিকে আজ রবিবার এই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে বলে জানান জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।
মামলার বাদী আফনান তাকি বলেন, আমি শুক্রবার রাতে হামলাকারী বিল্লাল হোসেনকে আসামি করে চাঁদপুর মডেল থানায় মামলা করেছি। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নাজমুল হোসেন শনিবার বিকালে আসামিকে আদালতে পাঠান। পরে তিনি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে ঘটনা স্বীকার করে জবানবন্দি দিলে বিচারক তাকে জেলহাজতে পাঠান।
ভিকটিম মসজিদের খতিব আ ন ম নুরুর রহমান মাদানীকে গত শুক্রবার উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করেন ওই মসজিদের মুসল্লিরা। কিন্তু হাসপাতালে চিকিৎসারত অবস্থায় সিটি স্ক্যানে তার মাথায় রক্ত জমাট বাঁধা দেখে হাসপাতালে কর্তব্যরত ডাক্তাররা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন। পরে রাত সাড়ে ১১টায় অ্যাম্বুলেন্সযোগে তাকে ঢাকায় পাঠান স্বজনরা। এরপর শনিবার সকাল থেকেই খতিব সাহেব মারা গেছেন বলে ভুয়া খবরটি সর্বত্র প্রচার হতে থাকে।
ভিকটিমের ছোট ভাই জিল্লুর রহমান বলেন, শুক্রবার রাতে ভাইয়ের অবস্থা খারাপ দেখে ডাক্তারের পরামর্শে দ্রুত ঢাকায় পাঠিয়ে দিই। পরে হলি ফ্যামিলি হাসপাতালে এনে ভর্তি করাই। ওই হাসপাতালে ভাইয়ের দ্রুত অপারেশন করা হয়। বর্তমানে ভাই হাসপাতালে আগের চেয়ে অনেকটা ভালো আছেন।
অন্যদিকে মাওলানা আ ন ম নুরুর রহমান মাদানীর ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে সামাজিক মাধ্যমসহ বিভিন্নভাবে প্রতিবাদ জানান বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ন্যক্কারজনক এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে হামলাকারীর বিচার দাবি করেন পরিবারসহ সচেতন মহলও। এ ছাড়া এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা জামায়াত ইসলাম। শনিবার বাদ আসর শহরের বায়তুল আমিন চত্বরে মিছিলপূর্বে বিক্ষোভ সমাবেশে জেলা জামায়াতের আমির বিল্লাল হোসেন মিয়াজি, সেক্রেটারি অ্যাডভোকেট শাহজাহান মিয়াসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতারা বক্তব্য দেন। বক্তারা হামলাকারীর সর্বোচ্চ শাস্তি দাবি করেন।
উল্লেখ্য, গত ১১ জুলাই শুক্রবার বাদ জুমা চাঁদপুর শহরের প্রফেসর পাড়ার মোল্লাবাড়ি জামে মসজিদের ভেতরে খতিব আ ন ম নুরুর রহমান মাদানীকে কুপিয়ে জখম করে বিল্লাল হোসেন নামে এক মুসল্লি। পরে মসজিদের মুসল্লিরা তাকে আটক করে পুলিশে খবর দেন। পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়।