শ্বশুরবাড়িতে গাছে ঝুলছিল জামাইয়ের মরদেহ
বরগুনার তালতলীতে শ্বশুরবাড়ির একটি গাছে ঝুলন্ত অবস্থায় সিদ্দিকুর রহমান (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ শনিবার সকাল ৯টার দিকে উপজেলার বড়বগী ইউনিয়নের সওদাগর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সিদ্দিকুর রহমান আমতলী উপজেলার কুকুয়া এলাকার মৃত্যু আজাহার মোল্লার ছেলে ও তালতলী উপজেলার বড়বগী ইউনিয়নের সওদাগর পাড়া এলাকার জয়দেব ব্যাপারীর জামাতা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিদ্দিকুর রহমান দীর্ঘদিন ধরে স্ত্রী ও সন্তান নিয়ে শ্বশুরবাড়িতে বসবাস করে আসছেন। সম্প্রতি তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। পরে আজ শনিবার সকালে শ্বশুরবাড়ির সামনে একটি রেইনট্রি গাছের সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পায় শ্বশুরবাড়ির লোকজন। পরে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতন্তের রিপোর্ট পেলে প্রকৃত ঘটনা জানা যাবে।’