ফেনীতে বন্যা, সেনাবাহিনীর মাধ্যমে হতে পারে বাঁধ নির্মাণ
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বলেছেন, ‘বন্যা নিয়ন্ত্রণে ফেনীর তিন নদীর বাঁধ নির্মাণ প্রকল্পটি সেনাবাহিনীকে দেওয়ার কথা ভাবছে সরকার।’
আজ শনিবার সকালে ফেনীর ফুলগাজী উপজেলার পুরাতন মুন্সীরহাটে একটি আশ্রয়কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা ফারুক-ই-আজম বলেন, ‘ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনীয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণের সাত হাজার ৩৪০ কোটি টাকার প্রকল্পটি সেনাবাহিনীকে দিয়ে বাস্তবায়ন করার কথা ভাবা হচ্ছে। ফেনীর উত্তরের দীর্ঘদিনের সমস্যা সমাধানে কাজ করছে সরকার। স্থায়ী সমাধানের জন্য উদ্যোগ নিচ্ছে কর্তৃপক্ষ।’
তিনি আরও বলেন, ‘ফেনীর উত্তরের দীর্ঘদিনের সমস্যা সমাধানে কাজ করছে সরকার। স্থায়ী সমাধানের জন্য উদ্যোগ নিচ্ছে কর্তৃপক্ষ। বড় প্রকল্প বারবার হাতে নেওয়া যাবে না। ফলে অতীতের শিক্ষা নিয়ে আমরা আরও মজবুত করে করার কথা চিন্তা করছি।’
এসময় বন্যা দুর্গতরা পর্যাপ্ত ত্রাণ ও সহায়তা না পাওয়ায় উপদেষ্টার কাছে ক্ষোভ প্রকাশ করেন। যাতে ত্রাণ সহায়তায় ঘাটতি না হয় সেজন্য জেলা প্রশাসনকে নির্দেশনা দেন উপদেষ্টা। উপস্থিত ছিলেন- ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোস্তাফিজুর রহমান, ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম, পুলিশ সুপার হাবিবুর রহমানসহ জেলার কর্মকর্তারা।