সোহাগ হত্যায় জড়িতদের বহিষ্কার করে বিএনপি সাহসিকতার পরিচয় দিয়েছে: ফারুক
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, রাজধানীর মিডফোর্টে ব্যবসায়ী সোহাগ হত্যায় যারা জড়িত তাদের দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করে বিএনপি সাহসিকতার পরিচয় দিয়েছে। বিশ্বজিৎ এবং আবরার হত্যার সঙ্গে যারা জড়িত আওয়ামী লীগ কিন্তু সাথে সাথে তাদের দল থেকে বহিষ্কার করেনি।
আজ শনিবার দুপুরে রাজধানীর প্রেসক্লাবে তৃণমূল নাগরিক আন্দোলন আয়োজিত এক প্রতীকী অবস্থান কর্মসূচিতে এসব কথা বলেন তিনি।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
জয়নুল আবদিন ফারুক বলেন, তারেক রহমান ও প্রধান উপদেষ্টার লন্ডনের বৈঠক এবং ফ্রেব্রুয়ারিতে নির্বাচনের যে প্রস্তুতি এসবকে ব্যাহত করতে চক্রান্ত চলছে। যখন প্রধান নির্বাচন কমিশনার ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতির ঘোষণা দিলেন তখনই এই হত্যাকাণ্ড, তখনই এই বিব্রতকর অবস্থা।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?