স্বপ্ন সত্যি হচ্ছে: নওশাবা

বিনোদন প্রতিবেদক
১২ জুলাই ২০২৫, ১৬:৫৩
শেয়ার :
স্বপ্ন সত্যি হচ্ছে: নওশাবা

দেশের গণ্ডি পেরিয়ে অভিনেত্রী কাজী নওশাবা আহমেদের অভিষেক হচ্ছে টালিউডে। আর কলকাতার নির্মাতা অনিক দত্তের ‘যত কাণ্ড কলকাতাতেই’ দিয়ে তার এই পথচলা শুরু। চলতি বছর দুর্গাপূজায় মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। সম্প্রতি এর মোশন পোস্টার প্রকাশ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান ফ্রেন্ডস কমিউনিকেশন।

‘যত কাণ্ড কলকাতাতেই’র গল্প নির্মিত হয়েছে ফেলুদা-ভক্তদের স্মৃতিচারণা ও ধাঁধার সূত্রে। মূল চরিত্রে অভিনয় করেছেন আবীর চট্টোপাধ্যায়। আর নওশাবাকে দেখা যাবে বাংলাদেশি এক তরুণীর চরিত্রে, যে কলকাতায় আসে নিজের শিকড় খুঁজতে এবং এক রহস্যময় ঘটনার ভেতরে জড়িয়ে পড়ে।

নওশাবা বলেন, ‘আমার চরিত্রটা বাংলাদেশ থেকে আসা একজন মেয়ের। সে তার শিকড় খুঁজতে এসে একধরনের ধাঁধায় জড়িয়ে পড়ে। সে আর আবীরের চরিত্রটি ফেলুদার বড় ভক্ত। যদিও এটি গোয়েন্দা গল্প নয়, তবে সিনেমার প্রতিটি পরতে পরতে রয়েছে ফেলুদা ও সত্যজিৎ রায়কে শ্রদ্ধা জানানোর প্রয়াস।’

সিনেমাটির সঙ্গে যুক্ত হওয়ার প্রসঙ্গে নওশাবা বলেন, ‘সবকিছু যেন এক ম্যাজিকের মতো ঘটেছে। হঠাৎ করেই অনিকদার টেক্সট পাই, তারপর অডিশন দিয়ে সুযোগ পাই। ২০২৩ সালের সেপ্টেম্বরে শুটিং করি। এখন যখন সিনেমাটি দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে, তখন মনে হচ্ছে- স্বপ্ন সত্যি হচ্ছে।’

এদিকে, চলতি জুলাই মাসেই ‘কানাগলি’ নামের একটি ওয়েব সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে নওশাবাকে। সিরিজটি পরিচালনা করেছেন আহমেদ জিহাদ। এতে আরও অভিনয় করেছেন শ্যামল মাওলা, আইশা খান, আবু হুরায়রা তানভীর ও লুৎফর রহমান জর্জ।