বায়ুদূষণ রোধে রাজধানীতে ইটভাটা বন্ধের উদ্যোগ নেওয়া হচ্ছে

সাভার প্রতিনিধি
১২ জুলাই ২০২৫, ১৫:৪৯
শেয়ার :
বায়ুদূষণ রোধে রাজধানীতে ইটভাটা বন্ধের উদ্যোগ নেওয়া হচ্ছে

রাজধানীতে বায়ুদূষণ রোধে ইটভাটা বন্ধের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

তিনি বলেছেন, ‘সাভারের আমিনবাজার ও মাতুয়াইলে সিটি করপোরেশনের ল্যান্ডফিল থেকে আবর্জনা পোড়ানো বন্ধ না হলে কখনোই ঢাকার বাতাস দূষণমুক্ত থাকবে না বরং দিন দিন তা বাড়তেই থাকবে। বৃক্ষরাজি কম থাকায় উষ্ণতা বেড়েছে। পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই।’

আজ শনিবার সকালে সাভার উপজেলা পরিষদ মাঠে জেলা প্রশাসনের আয়োজিত এক লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করতে গিয়ে এ কথা বলেন তিনি। জেলা প্রশাসক তানভীর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আবু বকর সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার বিভাগীয় কমিশনার সরফ উদ্দিন আহমদ চৌধুরী।

পরিবেশ রক্ষায় নিজেরা সচেতন না হলে কখনোই পরিবেশের সুরক্ষা হবে না জানিয়ে উপদেষ্টা বলেন, ‘বুড়িগঙ্গা রক্ষায় উদ্যোগ নিলেও সাহস করে অনেকেই এগিয়ে আসেন না। তবে সাভারের কর্ণপাড়া ও তুরাগ খাল রক্ষায় সরকার উদ্যোগ নিয়েছে।’

ইটভাটা নিয়ন্ত্রণের বিষয়ে তিনি বলেন, ‘সাভার ও ধামরাইয়ের ইটভাটা থেকে নির্গত বিষাক্ত ধোঁয়া রাজধানীকে আক্রান্ত করছে। এই ভাটাগুলো চালু রেখে রাজধানীর বায়ুদূষণ নিয়ন্ত্রণ কখনোই সম্ভব নয়। ইটভাটা নিয়ন্ত্রণে সরকার ব্যবস্থা নিচ্ছে। পাশাপাশি ইটভাটামুক্ত এলাকা ঘোষণার বিষয়ে সরকারের ভাবনা রয়েছে।’

চামড়া শিল্পের ক্ষতিকর প্রভাবের দিক উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘সাভারের চামড়া শিল্প নগরীর কারণে দূষণে মরণ দশা ধলেশ্বরীর। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) অধীনতা থেকে সরিয়ে নেওয়ার চিন্তা চলছে।’

পরে তিনি বৃক্ষ রোপণ করে এদিন এক লাখ বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন এবং ‌শিক্ষার্থীদের মাঝে গাছের চারা তুলে দেন।