ট্রাক-সিএনজির সংঘর্ষে পথচারী নারীর মৃত্যু
নেত্রকোনার পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ-বিশকাকুনি সড়কে যাত্রীবাহী সিএনজি অটোরিকশাকে অজ্ঞাত ট্রাকের ধাক্কায় ভয়াবহ দুর্ঘটনায় মোছা. পারুল আক্তার (৪২) নামের এক পথচারী নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
গতকাল শুক্রবার সন্ধ্যা আনুমানিক ৬টা ৫০ মিনিটে উপজেলার ৮ নম্বর বিশকাকুনি ইউনিয়নের সামসু মার্কেটসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শ্যামগঞ্জ থেকে ছেড়ে আসা একটি বেপরোয়া ট্রাক সামনে থাকা একটি যাত্রীবাহী সিএনজিকে ধাক্কা দিলে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পথচারী পারুল আক্তারের ওপর উল্টে পড়ে। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অবস্থা সংকটাপন্ন দেখে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার ভোর ৩টা ৩০ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন।
জানা গেছে, নিহত পারুল আক্তার নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার ধারা গ্রামের বাসিন্দা এবং আব্দুল হান্নানের স্ত্রী। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নূরুল আলম বলেন, ‘ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িত ট্রাক ও সিএনজির চালককে শনাক্ত করার চেষ্টা চলছে। সড়কের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে।’