সাভারে ধর্মঘটে ব্রিটিশ আমেরিকান টোবাকোর ঠিকাদারি প্রতিষ্ঠানের শ্রমিকরা

সাভার প্রতিনিধি
১২ জুলাই ২০২৫, ১২:৪০
শেয়ার :
সাভারে ধর্মঘটে ব্রিটিশ আমেরিকান টোবাকোর ঠিকাদারি প্রতিষ্ঠানের শ্রমিকরা

৮ দফা দাবিতে সাভারে ধর্মঘটে নেমেছেন সিগারেট উৎপাদন ও বাজারজাতকারী বহুজাতিক কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোবাকোর ঠিকাদারি প্রতিষ্ঠানের শ্রমিকরা।

কাজ বন্ধ রেখে দাবি আদায়য়ে কারখানার সামনে বিক্ষোভ করছেন তারা।

উল্লেখ্য, সিগারেট উৎপাদন বাড়াতে সম্প্রতি শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুজাতিক এই কোম্পানি ৩০০ কোটি টাকা বিনিয়োগ করে রাজধানীর মহাখালী থেকে তাদের কারখানা সাভারের আশুলিয়ায় সরিয়ে আনে। প্রধান উৎপাদনকেন্দ্র হিসেবে ১ জুলাই থেকে আশুলিয়ার এই কারখানায় স্থানীয় ও রপ্তানি বাজারের সব সিগারেট তৈরি হয়।

আন্দোলনকারী শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে কোম্পানির মূল উৎপাদন কার্যক্রমে কাঁচামাল বহন, প্যাকিং, মেশিন সাপোর্ট, ক্লিনিং ও অন্যান্য গুরুত্বপূর্ণ কাজে নিয়োজিত ১৫০০'শ ভেন্ডরভুক্ত প্রোডাকশন শ্রমিকের ন্যায্য অধিকার, বেতন ও মানবিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে।

ঢাকার কারখানায় আগে যে বেতন ছিল সেটাও ৪ থেকে ৫ হাজার টাকা কমিয়ে দেওয়া হয়েছে।

এছাড়া বাৎসরিক লাভের অংশ থেকে শ্রমিকদের উপযুক্ত বোনাস, স্বাস্থ্য ঝুঁকি ও ঝুঁকি ভাতা, চিকিৎসা সুবিধা প্রদান,পূর্বের বেতনের ভিত্তিতে পার্থক্য ভাতা, মূল্যস্ফীতি ও বাজার পরিস্থিতি অনুযায়ী বেতন কাঠামোর পুনর্বিন্যাস ও ইনক্রিমেন্ট প্রদানসহ ৮ দফা দাবিতে আন্দোলনের নামেন শ্রমিকরা।

শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা ধর্মঘটের বিষয়টি স্বীকার করেছেন। তবে এ ব্যাপারে যোগাযোগের চেষ্টা করেও ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকোর ব্যবস্থাপনা পরিচালক মনীষা আব্রাহামের কোনো বক্তব্য পাওয়া যায়নি।