সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

সুনামগঞ্জ প্রতিনিধি
১২ জুলাই ২০২৫, ১২:১০
শেয়ার :
সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

সুনামগঞ্জের দোয়ারাবাজারের বাগানবাড়ি সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন। 

আজ শনিবার রাতে দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার ইউনিয়নের বাগানবাড়ি সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। 

বিএসএফের গুলিতে নিহতের নাম শফিকুল ইসলাম (৪৫)। তিনি উপজেলার লক্ষীপুর ইউনিয়নের ভাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা। 

পুলিশ জানিয়েছে, নিহত শফিকুল ইসলাম সীমান্তের গরু চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে দোয়ারাবাজারের বাগানবাড়ি সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে অবৈধভাবে গরু আনতে গিয়েছিলেন চোরাকারবারী শফিকুল ইসলাম। এ সময় ভারতীয় বিএসএফ চোরাকারবারীদের লক্ষ্য করে গুলি করলে শফিকুল ইসলাম গুলিবিদ্ধ হন। তার বুকে গুলি লাগলে গুরুতর আহত হন তিনি। খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাতেই দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। 

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, ‘বাগান বাড়ি সীমান্তে বিএসএফের গুলিতে শফিকুল ইসলাম নামের একজন নিহত হয়েছেন। রাতের আধারে ভারত থেকে অবৈধপথে গরু আনতে গিয়ে এই ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। বুকে গুলিবিদ্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।’ 

স্থানীয়রা জানিয়েছেন, শফিকুল ইসলাম গরু চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’