বিশ্বকাপে ফিরতে পারেন সাকিব আল হাসান
ক্যারিবীয়তে গ্লোবাল সুপার লিগে দুবাই ক্যাপিটালসের হয়ে খেলছেন সাকিব আল হাসান। সেন্ট্রাল ডিস্ট্রিক্টের বিপক্ষে পরশু প্রথম ম্যাচে সাকিব ৩৭ বলে ৫৮ রান করেন ব্যাট হাতে। আর বোলিংয়ে গিয়ে সাকিব ৪ ওভারে ১৩ রান দিয়ে নেন ৪ উইকেট। সাকিব যখন এমন পারফরম্যান্স করছেন তখন বাংলাদেশ পাল্লেকেলেতে শ্রীলংকার কাছে ৭ উইকেটে হেরেছে। ক্রিকেট বোর্ডের বিশেষ সূত্র, সাকিব আল হাসানকে নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা করছেন। জাতীয় দলে সাকিবকে কীভাবে ফেরানো যায় সেটা নিয়ে আলোচনা হচ্ছে। এমনও হতে পারে, সাকিব বাংলাদেশের হয়ে অ্যাওয়ে সিরিজগুলো খেলবেন। আর আগামী বছর টি-টোয়েন্টি বিশ^কাপেও খেলতে পারেন তিনি। ভারত ও শ্রীলংকায় ফেব্রুয়ারি-মার্চে রয়েছে বিশ^কাপটি। সাকিব সে ম্যাচ জিতে বলেছেন, ‘আমি দুবাইয়ে খেলব জানতাম না। শেষ সময়ে আমার সঙ্গে চুক্তি হয়। এই উইকেটে কত রান হয় আমার ধারণা ছিল। সেভাবে ব্যাট করেছি। আর এই উইকেট আমার পরিচিত। সেজন্য সফল হয়েছি। আমি আশা করি পরের ম্যাচগুলোতে প্ল্যান করে খেলতে পারব।’ গতকাল অবশ্য ১০ বলে ৭ রান করে আউট হন সাকিব।