তোপের মুখে প্রিয়াংকা
বিশ্বমঞ্চে বরাবরই ভারতকে গর্বিত করেছেন প্রিয়াংকা চোপড়া। বিদেশের মাটিতে থাকলেও দেশের রীতিনীতি, সংস্কৃতি আঁকড়ে রেখেছেন বলিউডের ‘দেশি গার্ল’। কিন্তু এবার খাবার নিয়ে মন্তব্য করে তোপের মুখে পড়লেন তিনি।
সম্প্রতি ‘হেড অব স্টেট’-এর প্রিমিয়ারে প্রিয়াংকা উপস্থিত ছিলেন। সেখানে তাকে দুটি খাবারের মধ্যে একটি বেছে নিতে বলা হয়। প্রথমেই জিজ্ঞেস করা হয়, শিঙ্গাড়া নাকি এমপানাডা- কোনটা পছন্দ তার। উত্তর দিতে গিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়েন অভিনেত্রী। এরপর জানান, শিঙ্গাড়া এবং এমপানাডা (একটি বেকড বা ভাজা খাবার, যা বিভিন্ন ধরনের পুর দিয়ে তৈরি করা হয়) দুটিই তার প্রিয় পদ। একটিকে এগিয়ে রাখা মুশকিল।
এর পরই প্রিয়াংকাকে প্রশ্ন দেওয়া হয়, বড়া পাও নাকি হট ডগ? উত্তরে তিনি মুম্বাইয়ের জনপ্রিয় স্ট্রিট ফুড বড়া পাওয়ের থেকে হট ডগকে এগিয়ে রাখেন।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
তিনি বলেন, ‘অবশ্যই হট ডগ।’ অভিনেত্রীর এমন জবাবেই নেটপাড়ায় তোলপাড়। কটাক্ষ করে কেউ বলছেন, মার্কিন হওয়ার চেষ্টা করছেন! কেউ আবার বলেছেন, ‘দেশি গার্ল’ এখন পুরোদস্তুর ‘পরদেশি গার্ল’ হয়ে উঠেছেন। আরেকপক্ষ দেশি খাদ্য-সংস্কৃতি ভুলে যাওয়া নিয়েও অভিনেত্রীকে আক্রমণ করতে পিছপা হয়নি। প্রিয়াংকাও ছেড়ে দেওয়ার পাত্রী নন।
সমালোচনার জবাবে তিনি বলেন, ‘আরে বাহ ভাই, দেশি গার্ল হওয়ার আবার কোনো সিলেবাস আছে বলে আমার জানা ছিল না তো! এতটাও সিরিয়াস বিষয় নয় কিন্তু এটা।’ সঙ্গে ‘বড়া পাও ভার্সেস হট ডগ’ ক্যাপশন জুড়ে দেন তিনি।
আরও পড়ুন:
ফের জুটি হলেন মম-শ্যামল