সোহাগ হত্যার বিচার দাবিতে ঢাবিতে ছাত্রদলসহ বিভিন্ন ছাত্র সংগঠনের বিক্ষোভ
রাজধানীর পুরান ঢাকায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের সামনে মোহাম্মদ সোহাগ নামের এক ব্যবসায়ীকে পাথর মেরে নৃশংসভাবে হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদল, ইসলামী ছাত্র আন্দোলন, ছাত্র ফেডারেশনসহ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে।গতকাল শুক্রবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ঢাবি ক্যাম্পাসে পৃথক বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
রাত ১০টার দিকে সোহাগ হত্যার দ্রুত বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। মিছিলটি ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ডাস চত্বর পার্শ্ব রাস্তায় সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এ সময় ছাত্রদলের নেত-কর্মীরা ‘আমাদের অধিকার, নিরাপদ বাংলাদেশ’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’, ‘বিচার-বিচার, বিচার চাই, সোহাগ হত্যার বিচার চাই’, ‘মানুষ মরে উল্লাস করে, ইন্টেরিম কি করে’সহ নানা স্লোগান দিতে থাকেন।
সংক্ষিপ্ত সমাবেশে ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, ‘৯ জুলাই মিটফোর্ড হাসাপাতালে সামনে যেভাবে হত্যাকণ্ড ঘটিয়ে উল্লাস করা হয়েছে, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল তার প্রতিবাদ জানাচ্ছি। আমরা চাই, অনতিবিলম্ব সোহাগ হত্যাকাণ্ডের জড়িতদের বিচার নিশ্চিত করতে হবে, অনতিবিলম্ব যদি বিচার নিশ্চিত না করা হয়, ছাত্রদল এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।’
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
এদিকে, একই সময়ে সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে দেশব্যাপী চলমান সকল প্রকার ধর্ষণ, চাঁদাবাজি, সহিংসতা ও ঢাকা মিডফোর্ড হাসপাতালের সামনে সংঘটিত নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে ইসলামী ছাত্র আন্দোলনের ঢাবি শাখা।
রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের হল পাড়া থেকে বিক্ষোভ মিছিল শুরু করে সাধারণ শিক্ষার্থীরা। পরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের স্মৃতি চিরন্তনের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী এবি জুবায়ের বলেন, ‘৫ আগস্টের পর থেকে আমরা যখন দেশকে গোছানোর চেষ্টা করেছি। তখন এই পথে একমাত্র বাঁধা হয়ে দাঁড়িয়েছে একটি মাত্র দল। সারাদেশ চাঁদাবাজের অভয়ারণ্যে পরিণত হয়েছে। প্রত্যেকটা জেলায়-বন্দরে নির্বিচারে চাঁদাবাজি করছে। গত পরশুদিন পুরান ঢাকায় চাঁদা না দেওয়ায় মধ্যযুগীয় কায়দায় পাথর মেরে একজনকে হত্যা করেছে যুবদল। আমরা কী নতুন করে আবার প্রস্তর যুগে ফিরে গেলাম? সোশ্যাল মিডিয়ায় না আসলে আমরা জানতে পারতাম না। অবিলম্বে এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার করতে হবে।’
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
গত মার্চে বরগুনা পৌর শহরের এক মেয়েকে অপহরণের পরে ধর্ষণের মামলা দায়েরে ধর্ষিতার বাবাকে হত্যাকাণ্ডের ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ভুক্তভোগীর ফোনালাপের প্রসঙ্গে টেনে ওই শিক্ষার্থী বলেন, ‘আমার দেশে চাঁদাবাজি হয়, খুন হয় আর লন্ডন থেকে ফোন করে বলা হয়, ‘‘বোন আমি তারেক বলছি।’’ তারেক রহমান আপনি এই নাটক বন্ধ করে আপনার দলকে সামলান। ছাত্রদল, যুবদল আপনারা নতুন বাংলাদেশে আওয়ামী লীগের পদাঙ্ক অনুসরণ করবেন না। নয়তো আওয়ামী লীগের যে পরিণতি হয়েছে আপনাদেরও একই পরিণতি হবে।’
বিএনপির উদ্দেশে ছাত্র অধিকার পরিষদ সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, ‘আপনারা নিজেদের রাজনীতির গুণগত পরিবর্তন আনতে পারছেন না। আমরা আপনাদের শত্রু না। আপনারা মজলুম ছিলেন, জালিম হইয়েন না।’
এদিকে একই সময়ে সোহাগ, খুলনার মাহবুবুর রহমানসহ সাম্প্রতিক সব হত্যাকাণ্ড ও ধর্ষণের বিচার দাবিতে মশাল মিছিল ও সমাবেশ করেছে ছাত্র ফেডারেশন। সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে প্রতিবাদ সমাবেশ শেষে শেষে মশাল মিছিল নিয়ে রাজু ভাস্কর্য থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ফের রাজু ভাস্কর্যের সামনে এসে শেষ হয়।