সোহাগ খুনের ঘটনায় দায়ী প্রত্যেককে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে: ছাত্রদলের নাছির

নিজস্ব প্রতিবেদক
১১ জুলাই ২০২৫, ২৩:৪৯
শেয়ার :
সোহাগ খুনের ঘটনায় দায়ী প্রত্যেককে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে: ছাত্রদলের নাছির

রাজধানীর মিটফোর্ট হাসপাতালের ফটকে সোহাগ নামে এক ব্যবসায়ী যুবককে হত্যার ঘটনায় দায়ী প্রত্যেককে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির। আজ শুক্রবার রাতে নিজের ফেরিফায়েড ফেসবুক স্ট্যাটাসে তিনি এ দাবি জানান।

ছাত্রদলের সাধারণ সম্পাদক লেখেন, ‘রাজনৈতিক পরিচয় থাকলেও অপরাধ করে কারো পার পাওয়ার সুযোগ নাই। খুনি সন্ত্রাসীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য তদন্ত ও সাক্ষ্য প্রমাণ সংগ্রহের ক্ষেত্রে কোনো গাফেলতি করা যাবে না। খুনিদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি। ভিকটিম পরিবারকে আইনি সহযোগিতা ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অপরাধ দমনে কঠোর ভূমিকা পালন করতে হবে। ’

তিনি আরও লেখেন, ‘বিএনপি ও এর কোনো অঙ্গ বা সহযোগী সংগঠনের রাজনীতি সংশ্লিষ্ট যারা আছেন আপনারা কেউ কোনো ধরনের অপরাধীকে প্রশ্রয় দিবেন না। দলীয় পরিচয়ের আড়ালে যদি কেউ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হতে চায় আমরা তাদের প্রতিহত করব।’