স্বামীর পরকীয়া ঠেকাতে না পেরে শিক্ষিকার আত্মহত্যা
স্বামীকে পরকীয়া সম্পর্ক থেকে ফেরাতে না পেরে ট্রেনের কাটা পড়ে আত্মহত্যা করেছেন এক স্কুল শিক্ষিকা। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগি ইউনিয়নের সারষাকান্দি গ্রামে ঘটনাটি ঘটেছে।
নিহত শামীমা আক্তার আঙ্গুরি (৪০) উপজেলার সারষাকান্দি গ্রামের মৃত্যু আব্দুস সাত্তার শিকদারের মেয়ে এবং একই গ্রামের শেখ আশরাফ আলীর স্ত্রী। তিনি সারষাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। বিষয়টি নিশ্চিত করেছেন তার চাচাতো ভাই ও আলগি ইউনিয়নের চেয়ারম্যান সিদ্দিক মিয়া।
স্থানীয় সূত্রে জানা যায়, আঙ্গুরির স্বামী আশরাফ আলী পার্শ্ববর্তী রাজৈর উপজেলার নিলুখি পোস্ট অফিসে চাকরি করেন। সাম্প্রতি মোবাইল ফোনে এক নারীর সঙ্গে পরিচয় হয়ে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই থাকত। বিষয়টি নিয়ে একাধিকবার গ্রাম্য সালিসও হয়েছে। সর্বশেষ গত দুই দিন আগেও আঙ্গুরের সঙ্গে তার স্বামীর ঝগড়া হয়। এরপরও কোনো সমাধান না পেয়ে আজ দুপুরে বাড়ির পাশে রেল রাস্তায় ট্রেন আসার পূর্ব মুহূর্তে ওড়না পেঁচিয়ে বসে ছিলেন। ফলে ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।
এ বিষয়ে ভাঙ্গা রেল পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুস শুকুর বলেন, ‘আজ শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী ‘টুংগীপাড়া এক্সপ্রেস’ ট্রেনে কাটা পড়ে একজন স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে। আবেদনের প্রেক্ষিতে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।’