গ্রাহকের কোটি টাকা আত্মসাত, মিটার রিডারম্যান গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি
১১ জুলাই ২০২৫, ১৭:৫৭
শেয়ার :
গ্রাহকের কোটি টাকা আত্মসাত, মিটার রিডারম্যান গ্রেপ্তার

রাজবাড়ী সদর উপজেলার দুটি ইউনিয়নের অর্ধশতাধিক বিদ্যুৎ গ্রাহকের কাছ থেকে প্রায় এক কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় পলাতক আসামি রেজাউল ইসলাম মুক্তারকে (৪৩) গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় গাজীপুর মেট্রো সদর থানার শিমুলতলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে রাজবাড়ী সদর থানা ও জেলা গোয়েন্দা পুলিশ। রাতেই তাকে রাজবাড়ীতে আনা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান।

মুক্তার রাজবাড়ী সদর উপজেলার চর নারায়নপুর গ্রামের মৃত সেলিম রেজার ছেলে এবং ওজোপাডিকোর পিচরেট কর্মচারী (মিটার রিডারম্যান)।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) পাভেল মোল্লা বলেন, ‘তথ্য প্রযুক্তি ব্যবহার ও সোর্সের মাধ্যমে তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মোক্তারকে জিজ্ঞাসাবাদ চলছে।’

জানা গেছে, মোক্তার রাজবাড়ী জেলার ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) নিয়োগপ্রাপ্ত মিটার রিডারম্যান হিসেবে কাজ করে আসছেন। এ পরিচয় দিয়ে উপজেলার আলীপুর ও শহীদ ওহাবপুর ইউনিয়নে বিদ্যুৎ বিল তৈরি, গ্রাহকদের কাছ থেকে বিল সংগ্রহ, বিকাশের মাধ্যমে বিল আদায় এবং নতুন সংযোগের নামে অর্থ আদায় করতেন।

২০২৩ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত দুই বছরে ২টি ইউনিয়নের শতাধিক গ্রাহকের কাছ থেকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধের নামে কোটি টাকা হাতিয়ে নিয়ে গা ঢাকা দেন। পরে বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে ওই সব গ্রাহকদের বকেয়া বিল পরিশোধ করার জন্য নোটিশ দেয়। তখনই ফাঁস হয় মোক্তারের প্রতারণা।

গ্রাহকরা জানান, রেজাউল বিল নেওয়ার সময় ভুয়া সিল ও স্ট্যাম্প দিয়ে তাদের বিশ্বাস অর্জন করে। শুধু তাই নয়, নতুন সংযোগ দেওয়ার নামেও তিনি অনেকের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে।

রাজবাড়ী ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী মামুন-অর-রশীদ বলেন, ‘রেজাউল ইসলাম মুক্তারকে বরখাস্ত করা হয়েছে। বিদ্যুৎ গ্রাহকের কাছ থেকে টাকা আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় গত ১ জুলাই মামলা দায়ের করা হয়েছে।’

রাজবাড়ী জেলা গোয়েন্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুল ইসলাম বলেন, ‘রাজবাড়ী জেলা পুলিশের একটি দল আভিযান চালিয়ে মো. রেজাউল ইসলাম মুক্তারকে গ্রেপ্তার করে। তাকে আজ সকালে রাজবাড়ী আদালতে সোপর্দ করা হয়েছে।’