রাজধানীতে জামায়াতের সমাবেশের দিন সম্মেলন ডাকল আরেক ইসলামি দল

অনলাইন ডেস্ক
১১ জুলাই ২০২৫, ১৫:৫৮
শেয়ার :
রাজধানীতে জামায়াতের সমাবেশের দিন সম্মেলন ডাকল আরেক ইসলামি দল

বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করবে। একই দিন রাজধানীর উত্তরায় সম্মেলন ডেকেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

জমিয়তের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী জানিয়েছেন, ঢাকা মহানগর উত্তরা জোনের উদ্যোগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে ‘জুলাই সম্মেলন’ করা হবে।  ১৯ জুলাই সকাল ৯টায় উত্তরা ৩ নম্বর সেক্টরের ফ্রেন্ডস ক্লাব মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

জানা গেছে, গত ৭ জুলাই বিমানবন্দর এলাকায় অবস্থিত জামিয়া বাবুস সালামে জমিয়তে উলামার এই সম্মেলন বাস্তবায়ন কমিটির সভাপতি মাওলানা নাজমুল হাসান কাসেমীর সভাপতিত্বে ও সদস্যসচিব মুফতি কিফায়েতুল্লাহ আযহারীর সঞ্চালনায় জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।  বৈঠকে সম্মেলন সফল করতে ওয়ার্ডভিত্তিক গণসংযোগ, প্রচার-প্রচারণা বৃদ্ধিসহ সাংগঠনিক সমন্বয়ের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

এদিকে, একই দিনে রাজধানীতে দুটি ইসলামি দলের সমাবেশ-সমাবেশ ডাকায় রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।