টিকটক অ্যাকাউন্ট বন্ধ না করায় মেয়েকে খুন

আন্তর্জাতিক ডেস্ক
১১ জুলাই ২০২৫, ১৫:৪৮
শেয়ার :
টিকটক অ্যাকাউন্ট বন্ধ না করায় মেয়েকে খুন

ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকের অ্যাকাউন্ট বন্ধ না করায় মেয়েকে খুন করেছেন বাবা। পাকিস্তানে রাওয়ালপিন্ডিতে ঘটেছে এই ঘটনা। দেশটির সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। 

পুলিশ জানিয়েছে, খুনের পর একে ‘আত্মহত্যা’ বলে দাবি করছিল ওই মেয়ের পরিবার। পরে পুলিশ তদন্তে সত্য বেরিয়ে আসে। 

পুলিশের একজন মুখপাত্র জানান, ‘ওই মেয়ের বাবা বলেছিল সে যেন টিকটক অ্যাকাউন্ট ডিলিট করে দেয়। মেয়ে রাজি না হওয়ায় রাগের মাথায় তাকে খুন করে বসেন ওই ব্যক্তি। ’  

পুলিশ জানিয়েছে, ১৬ বছর বয়সী ওই মেয়ের বাবাকে গ্রেপ্তার করা হয়েছে। 

পাকিস্তানে এমন ‘অনার কিলিং’ এর ঘটনা আগেও হয়েছে।  গত মাসে ১৭ বছর বয়সী এক টিকটক ইনফ্লুয়েন্সার কিশোরীকেও খুন হতে হয়েছিল। সম্প্রতি সানা ইউসিফ নামে এক জনপ্রিয় ইনফ্লুয়েন্সারকেও গুলি করে হত্যা করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় লাখ লাখ ফলোয়ার ছিল সানার। শিক্ষামূলক ভিডিও বানাতেন তিনি। তার পরিচিত এক ব্যক্তি বাড়িতে ঢুকে তাকে হত্যা করে। পুলিশের ধারণা, তার কোনো আত্মীয় এই ‘অনার কিলিংয়ে’ জড়িত।  

এ ছাড়া গত মাসে বেলুচিস্তানে এক ব্যক্তি টিকটক করার কারণে নিজের ১৪ বছর বয়সী এক মেয়েকে হত্যার কথাও স্বীকার করেছেন।