তৃণমূল কংগ্রেসের মুসলিম নেতা খুন
পশ্চিমবঙ্গে ভাঙড়ে এলাকায় খুন হয়েছে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেনেসর নেতা রাজ্জাক খাঁ। স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়ৈছে, এই তৃণমূল নেতা যথেষ্ট পরিচিত এলাকায়, বিধায়ক সওকত মোল্লার ঘনিষ্ঠ। স্থানীয়দের দাবি, বৃহস্পতিবার তৃণমূল নেতার রাতে বাড়ি ফিরছিলেন। সে সময় দুবৃত্তরা তাকে লক্ষ্য করে একাধিক গুলি চালায়। ঘটনাস্থালেই মৃত্যু হয় তার।
পশ্চিমবঙ্গভিত্তিক সংবাদমাধ্যম এবিপি লাইভ জানায়, রাজ্জাক ক্যানিংয়ের তৃণমূল বিধায়ক শওকত মোল্লার ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন। তিনি বাড়ি ফিরছিলেন। সেই সময় বাইকে করে এসে কয়েকজন তাকে প্রকাশ্যে গুলি করে। স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
বিধায়ক শওকত বলেছেন, ‘‘আইএসএফ-এর দুস্কৃতীরা রজ্জাককে গুলি করার পরে এলোপাথাড়ি ভাবে কুপিয়েছে। বৃহস্পতিবার তৃণমূলের পরপর দুটি বৈঠকে যোগ দিয়েছিলেন রজ্জাক। সেই মিটিং শেষ করে বাড়ি ফিরছিলেন তিনি।’
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
তার দাবি, ‘নওশাদ সিদ্দিকীর মদতে খুন করা হয়েছে। ভাঙড় এলাকায় অদের অস্তিত্ব বিলীন হয়ে যাচ্ছে বলে এইসব কাজ করছে। পুলিশকে বলব, অবিলম্বে এই সমাজবিরোধীদের গ্রেফতার করতে হবে ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।’
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস