বন্যার পানি ঢুকে পড়েছে ছাগলনাইয়া ও ফেনী সদরে, ১০৯ গ্রাম প্লাবিত
ভারত থেকে থেকে নেমে আসা বাঁধভাঙ্গা পানি পরশুরাম ও ফুলগাজী থেকে গড়িয়ে ছাগলনাইয়া ও ফেনী সদর উপজেলার বিভিন্ন গ্রামে ঢুকে পড়েছে। আজ শুক্রবার পর্যন্ত বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ২১টি স্থানে ভেঙে অন্তত ১০৯ গ্রাম প্লাবিত হয়েছে। এতে হাজারো মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।
জানা গেছে, পরশুরাম ও ফুলগাজীতে বন্যার পানি কমলেও ফেনী সদর ও ছাগলনাইয়া নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। এতে এখনো ফুলগাজী ও পরশুরাম উপজেলার ২০ হাজার গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আকতার হোসেন জানিয়েছেন, মুহুরী কহুয়া ও সিলোনীয়া নদীর পানি বিপদসীমার ৩ মিটার (সেন্টিমিটার নয়) নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে বাঁধভাঙ্গা পানিগুলো নিম্নাঞ্চল ছাগলনাইয়া ও ফেনী সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে ঢুকে নতুন নতুন গ্রাম প্লাবিত হচ্ছে।
গত ২৪ ঘণ্টার বৃষ্টি কমে আসায় নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। প্রশাসন, বিভিন্ন সংগঠন ও স্বেচ্ছাসেবীরা দুর্গত এলাকাবাসীর পাশে থেকে মানবিক সেবা দিয়ে যাচ্ছে। ফেনী-পরশুরাম সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। মানুষের ঘর থেকে পানি কিছুটা কমলেও এখনো ব্যবহার উপযোগী হয়নি।
জানা যায়, গত সোমবার থেকে ভারী বর্ষণের কারণে বৃহস্পতিবার পর্যন্ত ফেনীর ফুলগাজী ও পরশুরামে মুহুরী, কহুয়া ও সিলোনীয়ায় নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ২১টি স্থান ভেঙে যায়। এতে ফেনী সদর উপজেলার কাজিরবাগ, মোটবী, ছনুয়া, ফাজিলপুর ইউনিয়নের অন্তত ২০টি গ্রাম নতুনভাবে প্লাবিত হয়। এসব এলাকার পুকুর ডুবে মাছ ভেসে গেছে।