মায়ের সঙ্গে অভিমান করে কিশোরের আত্মহত্যা

পটিয়া প্রতিনিধি
১১ জুলাই ২০২৫, ১৩:৩১
শেয়ার :
মায়ের সঙ্গে অভিমান করে কিশোরের আত্মহত্যা

মায়ের বকুনি খেয়ে মায়ের সঙ্গে অভিমান করে মো. রাসেল (১৪) নামের এক কিশোর আত্মহত্যা করে। সে চট্টগ্রামে পটিয়া উপজেলার কেলিশহর ইউনিয়ন ১নং ওয়ার্ড গুচ্ছ গ্রাম এলাকায় বাসিন্দা।

গতকাল বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে।

নিহত রাসেলের মা শারমিন আকতার বলেন, ‘প্রায় সময় আমার ছেলে কথা না শুনায় বকাঝকা দিয়ে ছেলেকে তার বাপের চায়ের দোকানে সময় দিতে বলি। তার লম্বা চুল কাটতে বলায় ছেলে রাগ করে আমার অগোচরে তার ঘরের বিমের সঙ্গে প্লাস্টিক ফিতা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। আমি রান্না শেষে ঘরে দেখে চিৎকার দিলে লোকজন এসে তাকে উদ্ধার করে প্রথমে পটিয়া হাসপাতালে পরে চট্টগ্রাম হাসপাতালে নিয়ে গেলে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যার দিকে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে।’ 

নিহত রাসেলের মার দুই বিয়ে। তার ১ম স্বামী মো. শরিফ তার ছেলের জন্মের পরে ১ম স্বামী তার মাকে ছেড়ে মালয়েশিয়া চলে যান। পরে দ্বিতীয় স্বামী সেলিম সওদাগরকে বিয়ে করেন তিনি। রাসেলের সৎ বাবা সেলিম সওদাগর। চায়ের দোকান করেন তিনি। আজ শুক্রবার সকালে তার জানাজা নামাজ নিজ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। 

পটিয়া থানার ওসি (তদন্ত) যুযুৎসু যশ চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেব। কিন্তু প্রকৃত রহস্য উদঘাটনে জন্য পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।’